পারিবারিক পেনশন তোলার ক্ষেত্রে জারি হল নয়া নিয়ম! কী কী পদক্ষেপ নিতে হবে?
রাজ্যের অর্থ দফতরের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে শুক্রবার!
ব্যুরো নিউজ, ১৬ মার্চ, পুস্পিতা বড়াল: কী কী নিয়ম রয়েছে পারিবারিক পেনশন তোলার ক্ষেত্রে? এবার রাজ্যের তরফে তা স্পষ্ট করা হল। কোনও প্রয়াত রাজ্য সরকারি কর্মীর স্ত্রী, স্বামী বা অবিবাহিত কন্যাকে পারিবারিক পেনশন পেতে কী কী পদক্ষেপ গ্রহণ করতে হবে? স্পষ্ট করা হয়েছে এই নিয়মাবলীতে। জেনে নিন বিস্তারিত।
জারি হল নয়া নির্দেশিকা! সরকারি কর্মীদের জন্য চালু হল অনলাইন ছুটির দরখাস্ত!
মাদক পাচার চক্রে ‘কিংপিন’ তিনি | কয়েক হাজার কোটি টাকার মাদক-সহ গ্রেফতার দক্ষিণী পরিচালক
এর আগে ফ্যামিলি পেনশন পাওয়ার জন্য প্রমাণপত্র নিয়ে কোন কোন জায়গায় যেতে হবে এবং কোন কোন নথির প্রয়োজনীয়তা রয়েছে তা জানার জন্য একাধিকবার দফতরে যেতে হত। আর এই জন্য বছরও ঘুরে যেত। রাজ্যের অর্থ দফতরের তরফে শুক্রবার একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এই বিষয়ে।
রাজ্যের অর্থ দফতরের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে শুক্রবার!
সেই বিজ্ঞপ্তিতে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিয়োর-এর মাধ্যমে স্পষ্ট করা হয়েছে ফ্যামিলি পেনশনের জন্য আবেদন করার প্রয়োজনীয় নিয়ম এবং নথি। এবার যাঁরা যাঁরা আবেদন করতে চান, তাঁদের কী কী নিয়ম রয়েছে, কোথায় আবেদন জানাতে হবে সেগুলি স্পষ্ট হয়ে যাবে অনেকটাই। ফলে ফ্যামিলি পেনশনের জন্য যাঁরা আবেদন করতে চান, তাঁদের ক্ষেত্রে এই প্রক্রিয়া অনেকটাই সরল হয়ে যাবে।
পারিবারিক পেনশন তোলার ক্ষেত্রে কী কী নথি লাগবে আবেদনের জন্য?
1.যে সরকারি কর্মীর মৃত্যু হয়েছে তাঁর ডেথ সার্টিফিকেট, পিপিওর কপি।
2.পাশাপাশি যিনি ফ্যামিলি পেনশনের জন্য আবেদন করেছেন তাঁর সঙ্গে যে মৃত সরকারি কর্মীর সম্পর্ক ছিল এবং তিনি যে এই পেনশনের প্রাপক, তার সপক্ষে নথি জমা দিতে হবে।
3.প্রয়োজন বিয়ের শংসাপত্র সংক্রান্ত নথি।
4.একটি পাসপোর্ট সাইজের ছবি।
5.আধার কার্ড, ভোটার কার্ড বা প্যান কার্ডের জেরক্স।