ব্যুরো নিউজ, ২৭ ফেব্রুয়ারি: শীত হোক কিংবা বসন্ত বৃষ্টি যেন বঙ্গবাসীর পিছুই ছাড়ছে না। এই কখনো শুষ্ক আবহাওয়া তো কখনো বৃষ্টি। তবে, বৃষ্টি পড়লেও কিন্তু রীতিমতো ভ্যাপসা গরমে অতিষ্ঠ হয়ে উঠছে বঙ্গবাসী। দিনে গরম অনুভূত হলেও ভোর রাতে হিমেল হাওয়ার শিরশিরানি টের পাওয়া যাচ্ছে। তাপমাত্রার পারদও ক্রমশ ঊর্ধ্বমুখী। আশা করা যাচ্ছিলো এইবার হয়তো বৃষ্টি কমে যাবে। কিন্তু তাঁর মধ্যেই আলিপুর আবহাওয়া দফতর জানিয়ে দিয়েছে, আগামী কিছুদিন বঙ্গে বৃষ্টির দাপট অব্যাহত থাকবে। আজ ঘূর্ণাবর্তের জেরে রাজ্যের কিছু জেলা বৃষ্টিতে ভেজার সম্ভাবনা রয়েছে। কিছুদিন পর্যন্ত বঙ্গে এই বৃষ্টি চলবে। সঙ্গে বইতে পারে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া।
৭ দিনের মধ্যে গ্রেফতার হবে শেখ শাহজাহান: কুনাল ঘোষ
ঘূর্ণাবর্তের জেরে কেমন থাকবে বঙ্গের আবহাওয়া?
কয়েকদিন ধরেই দঃ বঙ্গের মেঘলা আকাশ চোখে পড়ছে। তবে, বেলার দিকে সামান্য রোদের দেখা মিলছে। সাথে পাল্লা দিয়ে চলছে ঝমঝমিয়ে বৃষ্টি। বইছে ঝোড়ো হাওয়া। এরই মধ্যে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আজ উঃ ২৪ পরগনা, দঃ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলী, বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানে বৃষ্টিপাতের কোন সম্ভাবনা নেই তবে পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়ায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রবিদ্যুতসহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সাথে পাল্লা দিয়ে বইবে ঝোড়ো হাওয়া।
আজ শহর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৮.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৯.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। বাতাসে জলীয় বাষ্পে আদ্রতার পরিমান সর্বাধিক থাকবে ৮১ শতাংশ ও সর্বনিম্ন থাকবে ৩৮ শতাংশ।
আজ দঃ বঙ্গ ভিজলেও উঃ বঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পঙ, উঃ দিনাজপুর, দঃ দিনাজপুর ও মালদায় আগামী ২৪ ঘণ্টা কোন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। ইভিএম নিউজ