
Amarnath Yatra : অমরনাথ যাত্রায় বর্ধিত সুরক্ষা এবং সহায়ক দল মোতায়ন এই বছর !
ব্যুরো নিউজ ০৪ জুলাই : এই বছর জম্মু ও কাশ্মীর-এর অমরনাথ যাত্রায় তীর্থযাত্রীদের সহায়তার জন্য ‘মে আই হেল্প ইউ’ ডেস্ক এবং মাউন্টেন রেসকিউ ইউনিট সহ বিভিন্ন সহায়ক ব্যাবস্থা মোতায়েন করা হয়েছে। বুধবার কর্মকর্তারা জানিয়েছেন, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (CRPF) বিশেষ ‘মে আই হেল্প ইউ’ মহিলা কর্মীদের একটি দল মোতায়েন করেছে অমরনাথ যাত্রার তীর্থযাত্রীদের সাহায্য করার জন্য, যারা বালতাল পথ দিয়ে