TMC MLA Paresh pal CBI chargesheet

ব্যুরো নিউজ ০৪ জুলাই : ২০২১ সালের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর পশ্চিমবঙ্গে ঘটে যাওয়া ভোট-পরবর্তী হিংসার ঘটনায় চাঞ্চল্য অব্যাহত। বিজেপি কর্মী অভিজিৎ সরকারকে খুনের ঘটনায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই (CBI) একটি সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করেছে, যেখানে শাসকদল তৃণমূল কংগ্রেসের (TMC) বিধায়ক এবং দুই কাউন্সিলরের নাম উঠে এসেছে। এই নতুন চার্জশিট রাজ্য রাজনীতির অবক্ষয়ে নতুন মাত্রা যোগ করেছে।

চার্জশিটে তৃণমূলের হেভিওয়েটদের নাম

সিবিআই-এর পেশ করা সাপ্লিমেন্টারি চার্জশিটে বেলেঘাটার তৃণমূল বিধায়ক পরেশ পালের নাম রয়েছে। পরেশ পালের পাশাপাশি, দুই কাউন্সিলর স্বপন সমাদ্দার এবং পাপিয়া ঘোষেরও নাম উল্লেখ করা হয়েছে এই চার্জশিটে। মোট ১৮ জনের নাম রয়েছে এই সাপ্লিমেন্টারি চার্জশিটে, যা তদন্তের পরিধি এবং অভিযুক্তদের তালিকায় নতুন সংযোজন।

আলিপুরদুয়ারের জনসভায় মোদীর বার্তা : ‘নির্মম সরকার’কে উপড়ে ফেলে ‘অপারেশন পশ্চিমবঙ্গ’র ডাক!

অভিজিৎ সরকার হত্যা: প্রেক্ষাপট ও সিবিআই তদন্তের সূত্রপাত

২০২১ সালের ২ মে বিধানসভা ভোটের ফল প্রকাশের পরের দিনই কাঁকুরগাছির বাসিন্দা বিজেপি কর্মী অভিজিৎ সরকারের রহস্যজনক মৃত্যু হয়। এই ঘটনা রাজ্য রাজনীতিতে ব্যাপক তোলপাড় সৃষ্টি করে। অভিজিৎকে রাজনৈতিক কারণে খুন করা হয়েছে বলে তাঁর পরিবার অভিযোগ তোলে।পরে এই ঘটনায় সিবিআই তদন্তের আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন অভিজিতের দাদা। হাইকোর্টের নির্দেশেই এই ঘটনার তদন্তভার গ্রহণ করে সিবিআই। প্রথম থেকেই অভিজিৎকে খুনের ঘটনায় পরেশ পালের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল। ২০২১ সালের ২৫ আগস্ট সিবিআই মামলা রুজু করে এবং কলকাতার নারকেলডাঙা থানায় এফআইআর দায়ের করা হয়। এফআইআর-এ ভোট পরবর্তী হিংসার জেরে অভিজিতের মৃত্যু হয়েছে বলে উল্লেখ করা হয়।

Kasba College Gangrape ; তৃণমূল আশ্রিত ছাত্রনেতাদের অমানবিক বিকৃত মানসিকতা প্রকাশ পেল আদালতে

পূর্ববর্তী চার্জশিট এবং নতুন সংযোজন

এর আগে, এই মামলায় ২০২১ সালের ৬ আগস্ট কলকাতা পুলিশের হোমিসাইড স্কোয়াড ১৫ জন অভিযুক্তের বিরুদ্ধে চার্জশিট পেশ করেছিল। ওই বছরের ৩০ সেপ্টেম্বর সিবিআই তাদের প্রথম সাপ্লিমেন্টারি চার্জশিটে ২০ জন অভিযুক্তের নাম উল্লেখ করেছিল, যার মধ্যে ১৫ জনের নাম রাজ্য পুলিশের চার্জশিটেও ছিল। এবার সিবিআই-এর আরও এক সাপ্লিমেন্টারি চার্জশিটে একজন ক্ষমতাসীন বিধায়ক এবং দুজন কাউন্সিলরের নাম উল্লেখ করায় এই মামলার গুরুত্ব আরও বেড়ে গেল বলে মনে করা হচ্ছে। এই ঘটনা ভোট-পরবর্তী হিংসার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে তদন্তের ধারাবাহিকতাকে ইঙ্গিত করে এবং তা রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর