ব্যুরো নিউজ ০৪ জুলাই : গত মাসে নদীয়ার কালীগঞ্জে বোমা বিস্ফোরণে নিহত ১৩ বছর বয়সী নাবালিকা তাম্মানা খাতুনের পরিবার এই ঘটনার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (CBI) দ্বারা তদন্তের দাবিতে কলকাতা হাইকোর্টে আবেদন করতে চলেছে। রাজ্য পুলিশের বর্তমান তদন্তে আস্থাহীনতার কথা জানিয়েছেন নিহত নাবালিকার পরিবার।
কলকাতা হাইকোর্টে আইনি লড়াই: নেতৃত্ব দেবেন বিকাশরঞ্জন ভট্টাচার্য
বৃহস্পতিবার নিহত তাম্মানা খাতুনের মা নিশ্চিত করেছেন যে, কলকাতা হাইকোর্টে এই আইনি লড়াইয়ে তাঁদের প্রতিনিধিত্ব করবেন বরিষ্ঠ আইনজীবী এবং সিপিআই(এম)-এর রাজ্যসভার সদস্য বিকাশরঞ্জন ভট্টাচার্য। নিহতার মায়ের অভিযোগ, “রাজ্য পুলিশের বর্তমান তদন্ত কেবল লোক দেখানো। অভিযুক্তদের মধ্যে অনেকেই এখনও বাইরে ঘুরে বেড়াচ্ছে। এই পরিস্থিতিতে আমরা নিশ্চিত যে, রাজ্য পুলিশ এই তদন্ত চালিয়ে গেলে আমরা বা আমাদের মৃত মেয়ে কেউই ন্যায়বিচার পাব না। তাই আমরা এই বিষয়ে সিবিআই তদন্তের দাবিতে কলকাতা হাইকোর্টে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। বিকাশরঞ্জন ভট্টাচার্য আমাদের প্রতিনিধিত্ব করবেন।”
শাসকদলের জয়োল্লাসে নাবালিকার মৃত্যু ; চরম নৈরাজ্যের মর্মান্তিক চিত্র
পরিবারের ন্যায়বিচারের দাবি
নিহত নাবালিকার বাবাও জানিয়েছেন যে, এতদিন তাঁরা রাজ্য পুলিশের তদন্তের ওপর আস্থা রেখেছিলেন। কিন্তু এখন তাঁরা সিবিআই তদন্তের দাবি করছেন। তিনি বলেন, “আমরা শুধু আমাদের মেয়ের জন্য ন্যায়বিচার চাই।”
অভিযুক্তদের পলায়ন ও শাসকদলের যোগসাজশের অভিযোগ
এই ঘটনায় এ পর্যন্ত মোট ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে, নিহত শিশুর মা কর্তৃক দায়ের করা অভিযোগে আরও ১৫ জনের নাম উল্লেখ করা হয়েছে, এবং অভিযোগ অনুযায়ী এঁরা সকলেই শাসকদল তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত। এই ১৫ জন অভিযুক্ত এখনও পলাতক রয়েছে।
উল্লেখ্য, কালীগঞ্জ উপনির্বাচনে শাসকদল তৃণমূল কংগ্রেসের প্রার্থী আলিফা আহমেদের জয়ের পর বিজয় মিছিল চলাকালীন বোমা ছোঁড়া হয়েছিল। অভিযোগ, সেই বোমার স্প্লিন্টারের আঘাতেই তাম্মানা খাতুনের মৃত্যু হয়। এই ঘটনায় সিবিআই তদন্তের দাবি ওঠার পর রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে।