
কাশ্মীর লিউটেনান্ট গভর্নরের উরি সফর , পাকিস্তানের শেলিংয়ের কারণে হওয়া ক্ষতির মূল্যায়ন করতে ।
জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা শুক্রবার উত্তর কাশ্মীরের উরি সেক্টরের সামরিক এলাকায় সফর করেন, যেখানে গত কয়েকদিনে পাকিস্তানি শেলিংয়ের কারণে নাগরিক এলাকায় হওয়া ক্ষতির মূল্যায়ন করেন এবং আহতদের সঙ্গে দেখা করেন। তিনি বারামুল্লার একটি সামরিক এলাকাতেও সৈন্যদের সঙ্গে সাক্ষাৎ করেন। এলজি উরির আহত বাসিন্দাদের সঙ্গে GMC বারামুল্লায় সাক্ষাৎ করেন এবং তাদের দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করেন। তিনি বলেন,