নারীর সম অধিকার আজও প্রতিষ্ঠিত হয়নি
প্রবীর বন্দ্যোপাধ্যায়, ৬ মার্চ: আন্তর্জাতিক নারী দিবস প্রতি বছরই আসে আর যায়। ৮ মার্চ ছুটিও ঘোষণা করা হয়। ভোটাধিকার, শিক্ষার অধিকার এই দুটিই পেতে কয়েকশো বছর পেরিয়েছে। আর সম্পত্তির অধিকার এখনও নারীদের সমানভাবে দিতে বারে বারে হোঁচট খাচ্ছে সরকার। বারবার বিশ্বের বহু দেশকেই সংশোধন করতে হচ্ছে তাদের সংবিধান। এমন নয় যে বিশ্বের সব নেতারাই তাদের ঘরণীদের সমানাধিকারের কথা ভেবেছিলেন। বরং