ব্যুরো নিউজ, ২৮ ফেব্রুয়ারি: ফের ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী থাকলো খাস কলকাতা। বুধবার ভোরে ঘটনাটি ঘটেছে সেন্ট্রাল অ্যাভিনিউ মোড়ে। সেখানে তেলের ট্যাঙ্কার উল্টে ভয়াবহ অগ্নিসংযোগের দুর্ঘটনাটি ঘটে।
লোকসভা নির্বাচনের আগে কংগ্রেস ছাড়লেন কৌস্তভ বাগচী
সেই অগ্নিকাণ্ডে মৃত্যু হয় গাড়ির চালকের। ঘটনায় হতাহতের কোন খবর নেই। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। খবর দেওয়া হয় দমকলেও। খবর পেয়েই সেখানে দমকলের ১০টি ইঞ্জিন ও বিপর্যয় মোকাবিলা বাহিনী। কয়েক ঘণ্টার প্রচেষ্টায় তাঁরা আগুন নিয়ন্ত্রণে আনেন। ঘটনার কারণে তীব্র আতঙ্ক ছড়ায় গোটা এলাকাজুড়ে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার ভোর রাতে ধর্মতলার দিক থেকে সেন্ট্রাল অ্যাভিনিউ ধরে আসছিল একটি তেলের ট্যাঙ্কার। সেই তেলের ট্যাঙ্কারটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি লড়িতে ধাক্কা মারে। ধাক্কা মারার সাথে সাথে নিয়ন্ত্রন হারিয়ে উল্টে যায় সেই ট্যাঙ্কারটি। ট্যাঙ্কারটিতে দাহ্য পদার্থ থাকায় আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়ে।
আগুনে ঝলসে জীবন্ত মৃত্যু চালকের
গাড়িতেই আটক হয়ে পড়েন ওই গাড়ির চালক। ওই ট্যাঙ্কার থেকে পাশের একটি দোকানে আগুন ছড়িয়ে পড়ে। ঘটনার জেরে এখনো সেন্ট্রাল অ্যাভিনিউয়ে বন্ধ যান চলাচল। ইভিএম নিউজ