fire-incident-in-china

ব্যুরো নিউজ, ২৪ ফেব্রুয়ারি: চিনের এক বহুতল আবাসনে লাগা ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রান হারালেন ১৫ জন। এছাড়া ওই অগ্নিকাণ্ডে আহত হয়েছেন কমপক্ষে ৪৪ জন। ঘটনাটি ঘটে শুক্রবার ভোররাতে নানজিং শহরের ইউহুয়াতাই এলাকায়।

আবাসনে ভয়াবহ আগুন

সূত্রের খবর, বহুতল ওই আবাসনের ফার্স্ট ফ্লোরে রাখা ছিল একটি বাইসাইকেল। সেই বাইসাইকেল থেকেই দ্রুত আগুন ছড়িয়ে পড়ে ওই বহুতল আবাসনের উপরের কয়েকটি ফ্লোরে।

মনিপুর বিস্ফোরণে মৃত ১

খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ২৫ টি ইঞ্জিন। তাঁদের কয়েক ঘণ্টার পরিশ্রমের পর তাঁরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। আগুন নিভে যেতেই উদ্ধারকাজে হাত লাগায় দমকলবাহিনী।

fire-incident

শেষমেশ ভিতর থেকে ১৫ টি মৃতদেহ ও ৪৪ জন আহতকে উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

Advertisement of Hill 2 Ocean

চলতি বছরের জানুয়ারি মাসে চিনের শিনইউ শহরের একটি দোকানে আগুন লাগার ফলে বেশ কিছু লোকের মৃত্যু হয়। জানা গিয়েছে, দোকানের বেসমেন্টে অবৈধভাবে আগুন ব্যবহারের কারণেই ওই দুর্ঘটনা ঘটেছিল। এছাড়া বেশ কিছুদিন আগে চীনের হেনান প্রদেশের একটি স্কুলের ছাত্রাবাসে ইলেকট্রিক হিটিং ডিভাইস থেকে আগুন লাগে। সেই আগুনে মৃত্যু হয় ১৩ জন ছাত্রছাত্রীর। ইভিএম নিউজ 

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর