ব্যুরো নিউজ, ৩১ ডিসেম্বর: ২৪ ঘণ্টা মিলবে বায়ো টয়লেট পরিষেবা

প্রথমবার দেশে যে কোনো সময়, যে কোনো জায়গায় ২৪ ঘণ্টা ভিত্তিক বায়ো টয়লেট পরিষেবা চালু করেছে রামেসিস আরপিএল।

অযোধ্যার উন্নতিতে আপ্লুত মসজিদ পক্ষের মামলাকারী | মোদীর ওপর করলেন পুষ্পবৃষ্টি

মোবাইল টয়লেট ভ্যান যা স্ব-ইঞ্জিনযুক্ত। এই ২টি কেবিন, ৪টি কেবিন টয়লেট গাড়ির পরিষেবা মিলবে বুকিং সিস্টেমের মাধ্যমে। যেখানে একজন ক্লায়েন্ট বা ব্যবহারকারী কোনও অনুষ্ঠানের জন্য এই বায়ো টয়লেট প্রি-বুক (অগ্রিম বুকিং) করতে পারবেন।

বিধাননগর পুরসভার এমএমসি রাজেশ চিরিমার আজ দত্তবাদ ক্রসিং-এ বেঙ্গল কেমিক্যালস-এর বিপরীতে ডাক্তার, সমাজকর্মী, উদ্যোক্তা, শিক্ষাবিদ, সেলিব্রিটি এবং বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে এই পরিষেবা চালু করেন। স্বেচ্ছাসেবক প্রকল্পটি ডাঃ অরিজিৎ ব্যানার্জি এবং তার স্ত্রী অর্পিতার ব্রেইনচাইল্ড যারা স্যানিটেশন ইকোসিস্টেমে সূক্ষ্মভাবে কাজ করছেন এবং তাদের পেটেন্ট মডেলের সাথে দেশব্যাপী 7000+ টয়লেট স্থাপন করেছেন। যা কঠিন মানব বর্জ্যকে পুনরায় ব্যবহারযোগ্য জলে রূপান্তরিত করে। ড. ব্যানার্জী ভারতের টয়লেট ম্যান হিসেবেও পরিচিত।

ডঃ অরিজিৎ ব্যানার্জী এবং অর্পিতার মতে, দেশব্যাপী সম্প্রসারণের পরিকল্পনা-সহ প্রাথমিকভাবে ৪টি টয়লেট থাকবে। গাড়ির এক সেটে ২টি এবং একটি সেটে ৪টি। এক সময়ে মোট 6 জন এই টয়লেট ব্যবহার করতে পারবেন। পরিষেবাগুলি ভাড়া ভিত্তিক। ইভিএম নিউজ 

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর