সংসদে

ব্যুরো নিউজ, ১৯ ডিসেম্বর: সংসদে বহিরাগত ঢুকে যাওয়া প্রসঙ্গে তৃণমূলের পাল্টা অভিযোগ 

 

গত বুধবার নিরাপত্তা লঙ্ঘন করে সংসদে ঢুকে পড়ে ২ অনুপ্রবেশকারি যুবক। এই ঘটনার চারদিন পর এই বিষয়ে মুখ খুলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই বিষয়ে এক আন্তর্জাতিক সংবাদ সংস্থাকে প্রধানমন্ত্রী জানিয়েছেন, ঘটনাটি অত্যন্ত ‘দুর্ভাগ্যজনক’ ও ‘উদ্বেগজনক’। এই ঘটনা অত্যন্ত গুরুতর, তাই একে ছোট করে দেখা উচিত নয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

কংগ্রেসের বিক্ষোভ-ডেপুটেশন

প্রধানমন্ত্রী আরও জানিয়েছেন, লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা ঘটনাটিকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছেন। পাশাপাশি প্রয়োজনীয় পদক্ষেপ করছেন। এই ঘটনার বিষয়ে তর্ক করা বা প্রতিবাদ জানানোর বদলে, ঘটনার গভীরে যাওয়া প্রয়োজনীয় বলে মনে করছেন প্রধানমন্ত্রী।

 

আর এইবার এই ঘটনা প্রসঙ্গে লোকসভায় বহিরাগত ঢুকে যাওয়া কান্ডে মূল অভিযুক্ত লোলিত ঝা প্রসঙ্গে বিধানসভার তৃণমূলের উপমুখ্য সচেতক ও বিধায়ক তাপস রায় পাল্টা অভিযোগ করেন। এদিন বিধানসভার বাইরে তাপস রায় বলেন স্মৃতি হাঁতড়ে তাঁর মনে হয়েছে যে তার সঙ্গে যে ছবিটা গণমাধ্যমে ভাইরাল হয়েছে সেটি শুভেন্দু অধিকারী যখন তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি ছিলেন তখনকার সময়ের। ইভিএম নিউজ

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর