রাজ্য

ব্যুরো নিউজ, ২৩ ডিসেম্বর: রাজ্য পেলো আরও একটি চিড়িয়াখানা | ভার্চুয়ালি উদ্বোধনে মুখ্যমন্ত্রী

বড়দিনের আগে রাজ্যে পেলো আরও একটি চিড়িয়াখানা। হাওড়ার গড়চুমুকে উদ্বোধন হলো নতুন এই চিড়িয়াখানার। বৃহস্পতিবার অ্যালেন পার্কের অনুষ্ঠান থেকে ভার্চুয়ালি নয়া এই চিড়িয়াখানার উদ্বোধন করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, “নতুন এই চিড়িয়াখানা উদ্বোধনের পরে রাজ্যে চিড়িয়াখানার মোট সংখ্যা বেড়ে দাঁড়াল ১২টি। দেশের মধ্যে এই মুহূর্তে সেরা চিড়িয়াখানা হলো দার্জিলিং। আমরা বণ্যপ্রাণে আরও জোর দিতে চাইছি। তাই হাওড়ায় এই চিড়িয়াখানার উদ্বোধন করা হল। বড়দিনের উত্‍সব উপলক্ষে ২১- ৩০ ডিসেম্বর পর্যন্ত পার্ক স্ট্রিট এলাকা আলোর রোশনাইতে সেজে উঠেছে। কালিম্পং, দার্জিলিং, আলিপুরদুয়ার, চন্দনগর, ব্যান্ডেল, হাওড়া, ঝাড়গ্রামকেও আলোতে সাজিয়ে তোলা হচ্ছে। উত্‍সবের মরশুমে সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন”।

ধনখড়কে অপমানের প্রতিবাদে বিজেপির ধিক্কার মিছিল

পিকনিকের মরশুমে এই চিড়িয়াখানা খোলার ফলে বেজায় খুশি হাওড়াবাসী। জানা গিয়েছে, গড়চুমুকের এই চিড়িয়াখানাটি আগে মিনি জু ছিল। সংস্কারের কাজের জন্য মাঝে প্রায় ২ বছর এই চিড়িয়াখানাটি বন্ধ ছিল। উল্লেখ্য, গড়চুমুক পর্যটন কেন্দ্রের একটি অংশ দামোদর নদের পাড়ে ও অন্য অংশটি অবস্থিত হুগলি নদীর পাড়ে। হাওড়ার দিকের অংশটি একটি বেসরকারি সংস্থাকে লিজে দিয়ে রেখেছে রাজ্য সরকার। ওই বেসরকারি সংস্থার হাত ধরে এই অংশটি সুন্দরভাবে সেজে উঠেছে। পিকনিকের মরশুমে তা চালু হওয়ায় এখানে পর্যটকদের ভিড় বাড়বে বলেই মনে করা হচ্ছে। ইভিএম নিউজ 

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর