১০ লক্ষ

ব্যুরো নিউজ, ১৪ ডিসেম্বর: মৃতর পরিবারকে ১০ লক্ষ টাকা ও চাকরির দাবিতে বিক্ষোভ

বর্ধমান স্টেশনে বিক্ষোভ! মৃত ৩ জনের পরিবারকে ১০ লক্ষ টাকা ও পরিবারের একজনকে চাকরির দাবিতে স্মারকলিপি।

শ্রীলঙ্কাকে অর্থনৈতিক সাহাজ্যের প্রতিশ্রুতি আইএমএফ এর

বুধবার সকালে বর্ধমান স্টেশনে দুর্ঘটনা। ২ ও ৩ নম্বর প্ল্যাটফর্মের মাঝে জলের ট্যাঙ্ক ভেঙে পড়ে তিন জনের মৃত্যু হয়। আহত হন অন্তপক্ষে ২৭-২৮ জন। ইতিমধ্যেই রেলের তরফে মৃতদের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণের কথা ঘোষণা করা হয়েছে। মৃত ৩ জনের পরিবারকে ৫ লক্ষ ও আহতদের ১০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছে রেল। কিন্তু বিরোধীদের দাবি, মৃত ৩ জনের পরিবারকে ১০ লক্ষ টাকার পাশাপাশি ওই পরিবারের একজনকে চাকরি দিতে হবে রেলকে। রেল প্রশাসনের অবহেলা ও উদাসীনতাতেই এই দুর্ঘটনা বলে অভিযোগ।

রেল স্টেশনে জলের ট্যাঙ্ক ভেঙে দুর্ঘটনায় মৃত ৩ জনের পরিবারকে ১০ লক্ষ টাকা ও পরিবারের একজনকে চাকরির দাবিতে স্মারকলিপি দিল সিটু। আজ পূর্ব বর্ধমান জেলা সিটুর সভাপতি নজরুল ইসলামের নেতৃত্বে বর্ধমান স্টেশনের সামনে চলে বিক্ষোভ। তারপর স্টেশন কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি জমা দেওয়া হয়। এদিন সিটুর জেলা সভাপতি নজরুল ইসলাম বলেন, রেল প্রশাসনের অবহেলা ও উদাসীনতার জন্য এতবড় দুর্ঘটনা। তিন জনের মৃত্যু হয়েছে। বহু যাত্রী আহত হয়েছেন। ঘটনায় ৫ লক্ষ টাকা নয়, বরং মৃতের পরিবারকে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে। পাশাপাশি তিনি বলেন,  “দুর্ঘটনায় জখমদের সুষ্ঠু চিকিৎসার ব্যবস্থা করতে হবে। তাঁদের বাড়ি যাওয়ার ব্যবস্থাও করতে হবে রেলকে। ইভিএম নিউজ

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর