বেওয়ারিশ

ব্যুরো নিউজ, ২২ ডিসেম্বর: বেওয়ারিশ দেহ কবর দেওয়ার চেষ্টায় উত্তপ্ত এলাকা

বেওয়ারিশ দেহ কবর দেওয়ার চেষ্টায় উত্তপ্ত এলাকা। বৃহস্পতিবার রাত ৯ টা নাগাদ তমলুক শহরে হাসপাতালের বেওয়ারিশ দেহ মাটিতে পুঁতে দেওয়ার জন্য বড় বড় গর্ত খোঁড়া হয়। আর তা নিয়েই এলাকার মানুষের বিক্ষোভ।

আড়াই বছরেই খুদের ঝুলিতে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস 

তমলুক শহরের ১৮ নম্বর ওয়ার্ডের রূপনারায়ণ নদী তীরবর্তী এলাকায় আজ বিকেলে বড় বড় গর্ত খোঁড়া হয়। গর্ত খোঁড়ার সময় সাধারণ মানুষ  জিজ্ঞেস করলে তারা জানায়, এখানে পিকনিকের জন্য গর্ত করা হচ্ছে। পরবর্তীকালে বিভিন্ন সূত্র থেকে এলাকার মানুষ জানতে পারেন যে এখানে তাম্রলিপ্ত গভমেন্ট মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের বেওয়ারিশ শতাধিক ডেড বডি পোঁতা হবে, গত ৩ থেকে ৪ বছরে যত বেওয়ারিশ দেহ রয়েছে সেই সব সেহ এখানে কবর সেওয়া হবে। সেই কারণেই গর্তগুলো করা হয়েছে।

 

এরপরেই এলাকার মানুষ ক্ষোভে ফেটে পড়েন এবং তারা এই গর্তগুলি বন্ধ করার উদ্যোগ নেয়। এই গর্তগুলি বোজাতে শুরু করলে তমলুক থানার পুলিশ এসে বাধা দেওয়ায় পুলিশকে ঘিরে চলে বিক্ষোভ। এলাকার মানুষের বিক্ষোভে শেষ পর্যন্ত পিছু হটতে বাধ্য হয় প্রশাসন। ঘটনার পর এলাকায় পুলিশ মোতায়ন করা হয়। ঘটনাস্থলে পৌঁছন এলাকার কাউন্সিলর। ইভিএম নিউজ

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর