প্রাচীন

ব্যুরো নিউজ, ২৭ ডিসেম্বর: বীরভূমের প্রাচীন মঠে দুঃসাহসিক চুরি

বীরভূমের নলহাটি থানার জগধারী গ্রামের মহানির্বাণ মঠে ঘটে গেলো একটি দুঃসাহসিক চুরির ঘটনা। রাতের অন্ধকারের সুযোগ নিয়ে এলাকার ওই প্রাচীন মঠের তালা ভেঙ্গে বিগ্রহের গহনা সহ প্রণামী বাক্সের সমস্ত টাকা চুরি করে নিয়ে পালিয়েছে দুষ্কৃতীরা। এরপর সকালবেলা মঠের কর্মচারীরা চুরির বিষয়টি জানতে পারেন। তারা দেখেন মন্দিরে থাকা বিগ্রহের গহনা নেই। ভাঙ্গা অবস্থায় পড়ে রয়েছে সেখানে রাখা প্রণামী বাক্স।

আলাদা আলাদা জায়গায় পথ দুর্ঘটনায় মৃত একই পরিবারের ৪ জন

এরপর চুরির বিষয়টি পুলিশকে জানানো হয়। খবর পেয়ে নলহাটি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। জানা গিয়েছে, চুরি করার আগে মঠে থাকা সিসি টিভি ক্যামেরার তার কেটে দেয় চোরেরা।

মঠের এক সন্ন্যাসী পার্থ মহারাজ বলেন, “মঠে নাইট গার্ড পাহারায় ছিল। চুরির আগেরদিন মঠে উৎসব ছিল। তাই সেই উৎসব উপলক্ষে মঠে বহু মানুষ তার পরের দিনেও উপস্থিত ছিল। তাই নাইট গার্ড এতো লোকের সমাগমে কিছু হবেনা ভেবে একটু বিশ্রাম নিতে গিয়েছিলো। পরের দিন সকালে সুকুমার মালি বলে একজন দেখেন মঠের তালা ভাঙা। বিগ্রহের গায়ের থেকে উধাও সোনার জলে মোড়ানো সমস্ত গয়না। তারপর তিনি সবাইকে এই বিষয়টি জানান। খবর দেওয়া হয় পুলিশেও”।

 

গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। ইভিএম নিউজ

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর