ব্যুরো নিউজ, ২৫ ডিসেম্বর: বক্রেশ্বরে ভাগবত পাঠ

পুরাতন বক্রেশ্বরে বার্ষিক হিসাব ও আগামীর অনুষ্ঠানের রুপরেখা বিষয়ক আলোচনা।

মিমিক্রির সাফাই দিচ্ছেন কল্যান

বীরভূম জেলার মানচিত্রে যে সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠান রয়েছে তার অন্যতম লোকপুর থানার অন্তর্গত পুরাতন বক্রেশ্বর ধাম। পুরাতন বক্রেশ্বর ধামে রয়েছে উষ্ণ প্রস্ববন, বক্রনাথের সাধন পীঠ, ভৈরবনাথের মন্দির, কালী মন্দির, শ্মশান ভূমি, সমাধিস্থল, সুউচ্চ বৃক্ষে ঢাকা এক মনোরম পরিবেশ।

এদিন ২৫ শে ডিসেম্বর পুরাতন বক্রেশ্বর উন্নয়ন সমিতি ও ভক্তদের আয়োজনে ভাগবত পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এদিন অন্যান্য বছরের মতো আজকের দিনে গত বছর চৈত্র মাসের বার্ষিক হিসাব ও আগামী চৈত্র মাসে যে বার্ষিক অনুষ্ঠান রয়েছে সে বিষয়ে বহু ভক্ত সহকারে আলোচনা করে রুপরেখা তৈরা করা হল। এদিন দুপুরে বহু ভক্তদের মধ্যে সুস্বাদু প্রসাদের ব্যবস্থা করা হয়। পুরাতন বক্রেশ্বরে বীরভূম পশ্চিমবর্ধমান,বর্ধমান জেলা ছাড়াও পাশের রাজ্য ঝাড়খণ্ড থেকেও বহু ভক্তের উপস্থিতি লক্ষ্য করা যায়। নানান শিল্পীরা এদিনের অনুষ্ঠানে ভক্তিমূলক গান পরিবেশন করেন। উপস্থিত ছিলেন পুরাতন বক্রেশ্বরের স্বামী শ্রীদামানন্দ সরস্বতী মহারাজ,বাঁকুড়া রামচন্দ্রপুর শ্রী শ্রী বিজয়কৃষ্ণ আশ্রমের প্রতিষ্ঠাতা স্বামী অসীমানন্দ সরস্বতীর জৈষ্ঠ্য পুত্র নন্দদুলাল চক্রবর্তীর কনিষ্ঠ পুত্র তাপস চক্রবর্তী, পুরাতন বক্রেশ্বর উন্নয়ন সমিতির একনিষ্ঠ সদস্য মুক্তিপদ মন্ডল, বিকাশ ঘোষ, অশোক ঘাষ, ভক্তহরি মন্ডল, সাধন দত্ত, প্রদীপ মন্ডল-সহ অন্যান্য সদস্যরা, বিশিষ্টজনেরা ও ভক্তরা। ইভিএম নিউজ

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর