বৃষ্টি

ব্যুরো নিউজ, ৩০ সেপ্টেম্বর: প্রবল বৃষ্টিতে বন্যা পরিস্থিতি 

প্রবল বৃষ্টিতে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের বামনগোলা ব্লকের বেশ কিছু অঞ্চলে। বন্যার জল বাড়তে শুরু করেছে, ফলে চিন্তায় ঘুম উড়েছ এলাকার বাসিন্দাদের।

ভারতে এবছর সর্বোচ্চ বাঘের মৃত্যু

বামনগোলা ব্লকের মদনাবতি অঞ্চলের আইসানি নবাব নগর, গোবিন্দপুর-সহ ওই অঞ্চলের বেশ কিছু জায়গা জলমগ্ন। ওই এলাকার বিঘা পর বিঘা কৃষি জমি জলমগ্ন। সবজি চাষীদের মাথায় হাত। পটল, বেগুন, লঙ্কা বিভিন্ন সবজি  চাষিদের চাষের জমি জলের তলায়। চিন্তায় পড়েছেন কৃষকেরা। বিঘার পর বিঘা জমি জলের তলায় চলে যাওয়ায় কীভাবে উপার্জন হবে তাই নিয়ে চিন্তায় রয়েছে মদনাবতী অঞ্চলের কৃষকরা। ইভিএম নিউজ

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর