প্রতারণার

ব্যুরো নিউজ, ১ ডিসেম্বর: প্রতারণার শিকার বিধায়কের প্রাক্তন দেহরক্ষী

 

অভিযোগ, প্রথমে হ্যাক করা হয় দুটো ব্যাংক অ্যাকাউন্ট। তারপর সেই অ্যাকাউন্ট থেকে ৭ দফায় টাকা তুলে নেওয়া হয়। আর এই অভিযোগ করেন পানিহাটির বিধায়ক নির্মল ঘোষের প্রাক্তন দেহরক্ষী কালীচরণ মাঝি। তিনি জানান,  ইলেকট্রিক বিল দেওয়ার নাম করে অপরিচিত নম্বর থেকে ফোন করে ওটিপি নম্বর চাইতেই হ্যাক হয়ে যায় তার দুটোই ব্যাংক অ্যাকাউন্ট। মোট ৭ লক্ষ ১৩ হাজার টাকা উধাও করে নেয় প্রতারকরা।

পাঁচ রাজ্যেই জোর লড়াইয়ের ইঙ্গিত! কোন রাজ্যে কার সরকার? 

ঘটনাটি ঘটেছে ২৩ নভেম্বর সন্ধ্যে ৭ টা নাগাদ। ইতিমধ্যে পানিহাটির বিধায়ক নির্মল ঘোষের প্রাক্তন দেহরক্ষী কালীচরণ মাঝি সাইবার ক্রাইম বিভাগে লিখিত অভিযোগ জানিয়েছে। তিনি খরদহ থানাতেও এই বিষয়ে লিখিত অভিযোগ করেছেন।

 

দীর্ঘদিন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত পুলিশ অফিসার হিসেবে কর্মরত ছিলেন তিনি। সম্প্রতি অবসর নিয়েছেন। এই ধরনের প্রতারণার শিকার হওয়ায় তিনি ও তার গোটা পরিবার আতঙ্কে রয়েছে। সঠিক তদন্তের আশ্বাস দিয়েছে প্রশাসন। ইভিএম নিউজ 

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর