রাজীব ঘোষ, ১৫ সেপ্টেম্বর: পুজোর সময় শেয়ারে লগ্নি করলেই কেল্লাফতে!
কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। সারা বছর ধরে অধীর আগ্রহে আপামর বাঙালি অপেক্ষা করে থাকে, কবে আসবে দুর্গাপুজো। কাশবনে ফুল ফুটতে শুরু করে দিয়েছে, পাড়ায় পাড়ায় দুর্গাপুজোর মণ্ডপ তৈরীর কাজ শুরু হয়ে গিয়েছে। কমবেশি আর মাত্র এক মাস সময় বাকি। চূড়ান্ত প্রস্তুতি চলছে দুর্গাপুজোর। আর পুজো মানেই তার বিরাট প্রভাব পড়ে অর্থনীতির ওপর।
পুজোর মরশুমে লক্ষাধিক কাজের সুযোগ!
একটা ব্যাপক পরিমাণ ব্যবসা হয় ঠিক এই সময়টায়। তাই পূজোর সময়ে যদি কোনও শেয়ারে হিসেব করে বিনিয়োগ করা যায় (Stock Investment) তাহলে সেখান থেকে একটা বিরাট অঙ্কের লাভ মিলতে পারে। কিন্তু শেয়ার বাজারে বিনিয়োগের আগে বেশ কিছু বিষয় সম্বন্ধে একটু জেনে নেওয়া প্রয়োজন।
কোন স্টকে এই দুর্গাপূজার সময় বিনিয়োগ করতে হবে, কীভাবে বিনিয়োগ করতে হবে, এই পুরো ব্যাপারটি না বুঝে বিনিয়োগ করতে গেলে সমস্যায় পড়তে পারেন। তাই অর্থনৈতিক বিশেষজ্ঞদের কথা অনুযায়ী, দূর্গাপূজার সময় বেশ কিছু নির্দিষ্ট কোম্পানির শেয়ারে বিনিয়োগ করলে ভালো পরিমাণে লাভ পাওয়া যেতে পারে। সেগুলো কী কী একবার দেখে নেওয়া যাক।
পণ্য ও পরিষেবা- দুর্গাপূজো মানেই নতুন পোশাক, গয়না, জুতো, আসবাবপত্র-সহ বিভিন্ন প্রোডাক্টের একটা বিরাট মার্কেট তৈরি হয়। তাই এই ধরনের শেয়ারগুলিতে বিনিয়োগ করলে লাভ হতে পারে।
হোটেল ও পর্যটন শিল্প (Hotel and Tourism Industry)- পুজো মানেই একটা লম্বা ছুটি। আর সেই ছুটি নিয়ে দূরে পছন্দসই জায়গায় ঘুরতে যাওয়ার পরিকল্পনা। ফলে পর্যটন শিল্পে ব্যাপক পরিমাণে চাহিদা তৈরি হয়। তাই হোটেল ও পর্যটন শিল্পের নির্দিষ্ট শেয়ারে বিনিয়োগ করলে লাভ হতে পারে।
পরিবহন মাধ্যম- এটা স্বাভাবিক, পুজোর সময় যাত্রী ও পণ্য পরিবহনের জন্য এর একটা বিরাট মার্কেট তৈরি হয়ে যায়। চাহিদা বাড়ার কারণে এই কোম্পানির শেয়ারগুলিতে বিনিয়োগ করা যেতে পারে।
পুজোর আগের মাসে কতদিন ছুটি ব্যাঙ্কে?
এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রি- দুর্গাপুজোকে লক্ষ্য করেই বিভিন্ন ধরনের বিনোদনমূলক কর্মকাণ্ড তৈরি করা হয়। নতুন সিনেমা মুক্তি পায়। পূজোর সময়ে বিনোদন ক্ষেত্রে একটা ব্যাপক পরিমাণে চাহিদা বৃদ্ধি হয়। প্রোডাকশন হাউসগুলিও ভালো ব্যবসা করতে পারে। ফলে এই ধরনের শেয়ারে বিনিয়োগ করা যেতে পারে।
অটোমোবাইল সেক্টর- দুই চাকা থেকে চার চাকা, পুজোর সময় অনেকেই নতুন গাড়ি কিনতে চান। ফলে অটোমোবাইল খাতের শেয়ারগুলিতে বিনিয়োগ লাভজনক হতে পারে।
শেয়ারে বিনিয়োগের আগে আর্থিক বিশেষজ্ঞের পরামর্শ নিতে পারেন। একটা কথা সবসময় মনে রাখা দরকার, শেয়ারে বিনিয়োগ সবসময় ঝুঁকিপূর্ণ। তাই ভেবেচিন্তে জেনেবুঝে শেয়ারে বিনিয়োগ করতে হবে। ইভিএম নিউজ