জেলায়

ব্যুরো নিউজ, ২৫ ডিসেম্বর: জেলায় জেলায় ব্যাগ ভর্তি বোমা

গাছের আড়ালে পর পর পাঁচটি ব্যাগ। প্রতিটি ব্যাগেই বোমা ভর্তি। কালিয়াচকের এই ঘটনায় ছড়িয়েছে চাঞ্চল্য।

শওকতের স্টেটাসে মহিলার উন্মুক্ত দেহ! কী বললেন বিধায়ক?

কালিয়াচকে জাতীয় সড়কের ধারে একটি জলাশয়ের পাশে ঝোপঝাড়ের মধ্যে পড়ে পাঁচটি ব্যাগ। আর তাতেই ৪৪টি বোমা। বড়দিনে কালিয়াচক থানার সুলতানগঞ্জ এলাকায় এই বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ায়। কে বা কারা এই এলাকায় ব্যগ ভর্তি বোমা রেখেগেছে, তা জানতে তদন্তে নেমেছে পুলিশ।

উদ্ধার হওয়া এই বিপুল বোমা নিষ্ক্রিয় করতে সিআইডির বম্ব স্কোয়াডকে খবর দেওয়া হয়। এরপর বিস্ফোরণ ঘটিয়ে বোমাগুলি নিষ্ক্রিয় করে বম্ব স্কোয়াড। উদ্ধার হওয়া বোমাগুলির তীব্রতা ছিল প্রচণ্ড। সে কারণেই বোমাগুলি নিষ্ক্রিয় করার সময় এলাকা ভয়ঙ্কর শব্দে কেঁপে ওঠে। সরিয়ে দেওয়া হয় স্থানীয় বাসিন্দাদের। কারা, কী উদ্দেশ্য এই কাজ করেছে তা খতিয়ে দেখছে পুলিশ।

শুধু মালদহে নয়, মালদহের পাশাপাশি বড়দিনের সকালে পাশের জেলা মুর্শিদাবাদ থেকেও ব্যাগ ভর্তি বোমা উদ্ধার হয়। মুর্শিদাবাদের কুলি শৌচালয় থেকে উদ্ধার হয় বোমা ভর্তি ২টি ব্যাগ। ইভিএম নিউজ

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর