ব্যুরো নিউজ, ২২ জানুয়ারি: গীতা পাঠ করে তাক লাগিয়ে দিলো ৩ বছরের খুদে 

দিলীপ ও কাকলি ভট্টাচার্য্যের তিন বছরের পুত্র ভ্রাজিষ্ণু। ব্যান্ডেল কাপাসডাঙা শিবতলা এলাকার বাসিন্দা তারা। ইতিমধ্যেই ৩ বছরের সেই খুদের মুখস্থ গীতার বহু শ্লোক।

রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে রাজনগরে শোভাযাত্রা

যখন অযোধ্যা নগরীতে রাম মন্দির উদ্বোধন ও রামলালার প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে,ঠিক তখনই নিজের বাড়িতে বসে অনর্গল গীতার শ্লোক পাঠ করে চলেছে সেই খুদে। এই বয়সে যখন অনেক শিশু ঠিক করে কথাও বলতে পারেনা, তখন ভ্রাজিষ্ণু অনর্গল গীতা পাঠ করছে। মা বাবা পুজো পাঠ করেন সেই সময় পাশে বসে গীতা পাঠ শোনে সে। শুনে শুনে মুখস্থ করে ফেলেছে গীতার শ্লোক।

রাম মন্দির উদ্বোধনে অযোধ্যা যাওয়ার কথা ছিলো তাদের। তবে আবহাওয়া পরিবর্তনের ফলে খুব ঠান্ডা পড়ায় ছেলেকে নিয়ে যেতে পারেননি দিলীপ ও কাকলি। তাই সে নিজের বাড়িতেই গীতা পাঠ করছে। ইতিমধ্যেই ভ্রাজিষ্ণু ইন্ডিয়া বুক অফ রেকর্ড ও এশিয়া বুক অফ রেকর্ডে নিজের নাম নথিভুক্ত করিয়েছে। আগামীদিনে গীতা পাঠ করেও রেকর্ড গড়ার পরিকল্পনা রয়েছে তার। ইভিএম নিউজ 

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর