ব্যুরো নিউজ, ২৭ ডিসেম্বর: কীভাবে বানাবেন নিজের ঠিকানার QR কোড?
এখন ডিজিটাল ইন্ডিয়ার যুগে সবেতেই QR কোড। টাকা পেমেন্ট তো অহরহ, কোনও কিছুর রিভিউ দিতে হলেও স্ক্যান করতে হচ্ছে QR কোড। এমনকি রেস্টুরেন্টে মেনুকার্ড নয়, বরং QR কোড স্ক্যান করে দিতে হচ্ছে খাবারের অর্ডার। ঠিকানা হোক বা কোনও প্রোডাক্ট এখন সবেতেই QR কোড।
পরিযায়ী পাখি দেখতে যেতে হবেনা বহুদুর, কাছেপীঠেই দেখা পাবেন তাদের
এখন ভরা বিয়ের মরশুম। বিয়ের কার্ড বানাতে হচ্ছে অনেককেই। তবে এখন নয়া ট্রেণ্ড! হ্যান্ড কার্ড হোক বা ই-কার্ড সবেতেই এখন ঠিকানায় QR কোড ব্যবহার করা হচ্ছে। ওই কোড স্ক্যান করলেই পেয়ে যাবেন বিয়ে বাড়ির লোকেশন। তবে আপনিও চাইলে বানিয়ে ফেলতে পারেন আপনার ঠিকানার QR কোড।
প্রথমে কোডটি আগে তৈরি করতে হবে। তারপরই তা জুড়ে দেওয়া যেতে পারে ডিজিটাল বা কার্ডের হার্ড কপিতে।
QR কোড বা কুইক রেসপন্স কোড হল বর্গাকার আকারের বারকোড। যে কেউ তাঁদের মোবাইল ডিভাইস থেকে এই বারকোডটি স্ক্যান করতে পারেন। একাধিক জরুরি কাজ নিমেষেই সম্ভব হয় কিউআর কোডের সাহায্যে।
QR Code তৈরি করার কাজটা খুবই সহজ। আপনি নিজেই ঘরে বসে তা করে নিতে পারেন। তার জন্য বড়জোর একটা মোবাইল বা কম্পিউটার লাগতে পারে। আর দরকার হতে পারে একটি কিউআর কোড জেনারেটরের, যা আপনি গুগলে গিয়ে বিভিন্ন থার্ড পার্টি প্ল্যাটফর্ম থেকেই পেতে পারেন।
কীভাবে নিজের ঠিকানার QR Code তৈরি করবেন?
1) প্রথমেই আপনার ডিভাইস থেকে Google Maps খুলতে হবে।
2) যে ঠিকানার QR Code তৈরি করতে চান, সেই ঠিকানাটি গুগল ম্যাপে সিলেক্ট করতে হবে।
3) ম্যাপ থেকে সেই লোকেশনটিকে মার্ক করতে হবে।
4) গুগল ম্যাপস থেকে আপনার সেই লোকেশনের লিঙ্কটি কপি করতে হবে।
5) এবার গুগল থেকে সার্চ করে ME-QR Generator সাইটটি খুলতে হবে।
6) আপনার লোকেশনের লিঙ্কটি দিয়ে দিতে হবে।
7) এরপর আপনাকে জেনারেট কিউআর কোড বাটনটিতে ক্লিক করতে হবে।
এভাবেই আপনার ঠিকানার কিউআর কোড তৈরি করতে পারবেন খুব সহজেই। ইভিএম নিউজ