ব্যুরো নিউজ, ২৯ নভেম্বর: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ফের র্যাগিং! নাম গোপন রেখে কর্তৃপক্ষকে অভিযোগ চিঠি
‘নিজেকে নিরাপদ মনে করছি না’ চিঠিতে অভিযোগ যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে।
শাহকে চিঠি সায়নীর | কী লিখলেন যুব নেত্রী?
মাত্র তিন মাসের ব্যবধানে ফের র্যাগিংয়ের অভিযোগ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। এবারও সেই মেন হস্টেলের ক্যাম্পাসেই র্যাগিংয়ের অভিযোগ।
কয়েক মাস আগেই প্রথম বর্ষের পড়ুয়ার মৃত্যুর পর উত্তাল হয় রাজ্য রাজনীতি। সেই মামলা এখনও বিচারাধীন। এমনকি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফ থেকেও কড়া পদক্ষেপ নেওয়া হয়। তবে এর মাধেই ফের র্যাগিংয়ের অভিযোগ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। অভিযোগ, দর্শন বিভাগের স্নাতকোত্তরের প্রথম বর্ষের এক ছাত্রের। নাম গোপন রেখে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে চিঠিতে অভিযোগ জানিয়েছে ওই পড়ুয়া।
যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে ইমেলে একটি অভিযোগ করা হয়েছে। সেই চিঠিতে র্যাগিংয়ের অভিযোগ রয়েছে। চিঠিতে লেখা, ‘হস্টেলে থাকতে নিরাপত্ত বোধ করছি না, এভাবে পড়াশোনা করা সম্ভব নয়।’ এর থেকে বঝা যাচ্ছে ওই পড়ুয়া র্যাগিংয়ের শিকার হয়েছে। এমনকি হস্টেল ছাড়তেও বাধ্য হচ্ছে। ইমেলে এই অভিযোগের ভিত্তিতে তদন্তের আশ্বাস দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বুদ্ধদেব সাউ। ইভিএম নিউজ