
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ফের র্যাগিং! নাম গোপন রেখে কর্তৃপক্ষকে অভিযোগ চিঠি
ব্যুরো নিউজ, ২৯ নভেম্বর: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ফের র্যাগিং! নাম গোপন রেখে কর্তৃপক্ষকে অভিযোগ চিঠি ‘নিজেকে নিরাপদ মনে করছি না’ চিঠিতে অভিযোগ যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে। শাহকে চিঠি সায়নীর | কী লিখলেন যুব নেত্রী? মাত্র তিন মাসের ব্যবধানে ফের র্যাগিংয়ের অভিযোগ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। এবারও সেই মেন হস্টেলের ক্যাম্পাসেই র্যাগিংয়ের অভিযোগ। কয়েক মাস আগেই প্রথম বর্ষের পড়ুয়ার মৃত্যুর পর উত্তাল হয় রাজ্য রাজনীতি।