ব্যুরো নিউজ, ৮ নভেম্বর: বৃহস্পতিবার ফের বসছে এথিকস কমিটির বৈঠক
রবিবার সংসদের এথিকস কমিটির তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়, মহুয়া মৈত্রের বিরুদ্ধে সাংসদ নিশিকান্ত দুবে ও আইনজীবী জয় অনন্ত দেহদ্রাইয়ের করা অভিযোগ নিয়ে বিবেচনা করতে বৈঠক ডাকা হয়েছে। জানা যায় সেই বৈঠক হবে বৃহস্পতিবার। নিয়োগ দুর্নীতিতে ফের অভিষেককে তলব ইডি-র মহুয়া মৈত্রের বিরুদ্ধে টাকার বিনিময়ে প্রশ্ন তোলার অভিযোগে নিয়ে সিদ্ধান্ত নিতে বৃহস্পতিবার বৈঠকে বসছে সংসদের এথিকস কমিটি। বৈঠক যে পিছিয়েছে তা জানতে পেরেছেন বলে জানিয়েছেন মহুয়া মৈত্র।
কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে টাকার বিনিময়ে সংসদে প্রশ্ন তোলার অভিযোগ তুলেছেন তাঁর প্রাক্তন প্রেমিক জয় অনন্ত দেহদ্রাই। তাঁর দাবি, ব্যবসায়ী দর্শন হীরানন্দানির কাছ থেকে টাকা ও দামি উপহার নিয়ে আদানি গোষ্ঠীর বিরুদ্ধে লোকসভায় প্রশ্ন তুলেছেন মহুয়া। এমনকী দর্শন হীরানন্দানিকে লোকসভার পোর্টালের ইউজার নেম ও পাসওয়ার্ড দিয়েছিলেন তিনি। সেই লগ ইন ক্রেডেনশিয়াল ব্যবহার করে দুবাইয়ে বসে অন্তত ৪৩ বার লোকসভার পোর্টালে লগ ইন করেছেন হীরানন্দানি। স্বতঃপ্রণোদিত হলফনামায় অভিযোগ স্বীকার করেছিলেন মুম্বইয়ের ধনকুবের দর্শন।
জয় আনন্ত দেহদ্রাই এই অভিযোগ আনলে মহুয়ার বিরুদ্ধে স্পিকারের কাছে নালিশ করেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। সেই অভিযোগের ভিত্তিতে জয় ও নিশিকান্তকে জেরা করে সংসদের এথিকস কমিটি। গত বৃহস্পতিবার এথিকস কমিটি তলব করেছিল মহুয়া মৈত্রকে। কিন্তু জিজ্ঞাসাবাদ বয়কট করে বেরিয়ে আসেন তিনি। এরপর সাংবাদিকদের সামনে তিনি অভিযোগ করেন, তাঁকে এমন সব প্রশ্ন করা হয়েছে যা একজন নারীর জন্য অবমাননাকর।
এরপর ফের বৃহস্পতিবার বৈঠকে বসবে সংসদের এথিকস কমিটি সম্প্রতি একটি বিজ্ঞপ্তিতে এমনটাই জানানো হয়েছে। সংবাদ মাধ্যমের সাহায্য নিয়ে লেখা। ইভিএম নিউজ