ব্যুরো নিউজ, ১৬ নভেম্বর: দুটি আলাদা জায়গা থেকে দুটি সাপ উদ্ধার করলেন বনকর্মীরা
রাজনগরে একসাথে দুটি সাপ উদ্ধার করল বনকর্মীরা। বুধবার রাত্রে রাজনগরের শীর্ষা গ্রামে প্রায় ৬ ফুট লম্বা একটি অজগর দেখতে পান স্থানীয়রা। তাঁরা বনদপ্তরকে খবর দিলে বনকর্মী সনাতন মাহাতো ও বিমল মাহাতো নামে দুজন বনকর্মী এসে পৌঁছান।
বনকর্মী সনাতন মাহাতো জানান, শীর্ষা গ্রামে আসার আগে তারা আড়ালি গ্রামের একটি বাড়ি থেকে প্রায় ৩ ফুট লম্বা একটি গোখরো সাপ উদ্ধার করেন। ওই সাপটিকে বুধবার রাত্রেই নিরাপদ আশ্রয়ে পুনর্বাসন দেওয়া হয়।
এরপর বন দফতরের তরফ থেকে তাদের খবর দেওয়া হলে তারা শীর্ষা গ্রামে এসে পৌঁছান। তারা সেখান থেকে ৬ ফুট লম্বা একটি অজগর উদ্ধার করে। এরপর লোকালয় থেকে দূরে একটি নিরাপদ জায়গায় অজগরটিকে পুনর্বাসন দেন ওই বনকর্মীরা। ইভিএম নিউজ