মহিলা কনস্টেবলদের নতুন যুগ

ব্যুরো নিউজ,১ নভেম্বর:গত মার্চ মাসে কলকাতা পুলিশে ৭৭৩ জন মহিলা কনস্টেবল চাকরিতে নিয়োগ পেয়েছিলেন।তাদের প্রশিক্ষণ সম্প্রতি শেষ হয়েছে এবং তারা এখন কাজে যোগ দিয়েছেন।কলকাতা পুলিশের থানাগুলিতে মহিলা কনস্টেবলের ঘাটতি থাকায়, এই  নতুন কনস্টেবলদের বেশিরভাগকেই থানায় পোস্টিং দেওয়া হবে বলে জানানো হয়েছে।

‘এক দেশ, এক নির্বাচন’ পরিকল্পনায় কংগ্রেসের সমালোচনা  

একটি নতুন অধ্যায়

লালবাজার সূত্রে জানা গেছে, প্রতিটি থানায় ৪ থেকে ৫ জন মহিলা কনস্টেবলকে দায়িত্ব দেওয়া হবে। এর ফলে থানাগুলিতে মহিলা কনস্টেবলের অভাব মিটবে বলে আশা করা হচ্ছে। এছাড়া, কিছু মহিলা কনস্টেবলকে ডিভিশনাল রিজার্ভ অফিস, লালবাজারের হেড কোয়ার্টার্স ফোর্স এবং রিজার্ভ ফোর্সে নিয়োগ করা হবে। বিশেষভাবে, ডিভিশনাল রিজার্ভ অফিসে ১৫ জন, হেডকোয়ার্টার্স ফোর্সে ১০০ জন এবং রিজার্ভ ফোর্সে ৩০ জন মহিলা কনস্টেবল নিয়োগ দেওয়ার পরিকল্পনা রয়েছে।

চেন্নাই বিমানবন্দরে মন্ত্রীর ভুল গন্তব্যঃ তদন্তের নির্দেশ

মহিলা কনস্টেবলদের থাকার সমস্যা দেখা দিয়েছে। বহু থানায় এবং রিজার্ভ ফোর্সে মহিলা কনস্টেবলদের জন্য আলাদা ব্যারাক নেই। লালবাজার ইতিমধ্যে এই বিষয়ে খোঁজ-খবর নিয়েছে। তবে, জায়গার অভাবে সব থানায় মহিলাদের জন্য ব্যারাক তৈরি করা সম্ভব হয়নি। এই সমস্যার সমাধানে কিছু থানায় অতিথিশালা বা ভাড়া বাড়ি করে মহিলা কনস্টেবলদের থাকার ব্যবস্থা করা হচ্ছে। লালবাজার জানিয়েছে, এই সমস্যার দ্রুত সমাধান করা হবে।এভাবে, কলকাতা পুলিশে মহিলা কনস্টেবলদের নিয়োগ ও তাদের সঠিকভাবে কাজের সুযোগ করে দেওয়া, পুলিশ বিভাগের এই নতুন উদ্যগ একটি নতুন অধ্যায় হিসেবে দেখা হচ্ছে।

 

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর