ব্যুরো নিউজ, ৪ ডিসেম্বর : কলকাতার তারাতলা এলাকায় মহিলার পচাগলা মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মঙ্গলবার রাতে ব্রেসবিজ এবং মাঝেরহাট স্টেশনের মাঝখানে রেললাইনের ধারে মহিলার দেহটি পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। তাঁরা সঙ্গে সঙ্গেই পুলিশে খবর দেন।
কারোর বাড়িতে অতিথি হয়ে যাওয়ার সময় এড়িয়ে চলুন এই ভুলগুলো
মৃতার পরিচয় এখনও জানা যায়নি

পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। মৃতদেহে পচন ধরায় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মহিলার মৃত্যু কয়েকদিন আগেই হয়েছে। দেহের গলায় কাটা দাগ রয়েছে। যা পুলিশকে খুনের তত্ত্বে সন্দেহ করতে বাধ্য করছে। পুলিশের মতে ট্রেন দুর্ঘটনায় মৃত্যু হলে শরীরের এমন নির্দিষ্ট অংশে ক্ষত দেখা যেত না।দেহের আশপাশে কোনো প্রমাণ বা বস্তু পাওয়া যায়নি।দুই স্টেশনের মাঝখানে ফাঁকা এলাকায় দেহটি ফেলা হয়েছে।মৃতার পরিচয় এখনও জানা যায়নি তবে তিনি স্থানীয় নন বলেই মনে করছে পুলিশ।
উলের কাপড় সঠিক ভাবে ধোয়ার টিপস
পুলিশের মতে, মহিলার মৃত্যু রেললাইনে হয়নি বরং অন্য কোথাও তাকে খুন করে এখানে দেহ ফেলে দেওয়া হয়েছে। গলায় কাটা দাগ এবং শরীরে আঘাতের চিহ্ন আত্মহত্যার তত্ত্বকেও খারিজ করছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত নিশ্চিত হওয়া যাচ্ছে না।এই ঘটনার ফলে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। পুলিশ ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে এবং মহিলার পরিচয় জানতে জোর তদন্ত চালাচ্ছে।

















