ব্যুরো নিউজ,১২ ফেব্রুয়ারি: বঙ্গের আবহাওয়ার ভোলবদল ঘটেই চলেছে। কখনো ঠাণ্ডা তো কখনো ভ্যাপসা গরমের অনুভূতি হচ্ছে। ফলে ঘরে ঘরে সর্দি কাশি জ্বরের দেখা মিলছে। আবহাওয়ার এ হেন মুড সুইঙ্গের মধ্যেই আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে মাঘের শেষ কয়েকদিন বঙ্গে বৃষ্টি হবে। ফলে ঠাণ্ডার প্রকোপ আরও খানিকটা বাড়বে।
দক্ষিণ জিততে ঝাপাচ্ছে বিজেপি | কর্নাটক-তামিলনাড়ুতে শাহ-নাড্ডা
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ দঃ বঙ্গের জেলা যেমন উঃ ২৪ পরগনা, দঃ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলী, বীরভূম, নদীয়া, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমানে আগামী ২৪ ঘণ্টায় কোন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে জেলাগুলিতে মেঘলা আকাশের সাথে কুয়াশার দাপট দেখতে পাওয়া যাবে।
আজ সকাল থেকে শহর কলকাতার আকাশ মেঘলা ছিল। মাঝে মাঝে হালকা রোদের ঝলকও দেখতে পাওয়া যাচ্ছিলো। কুয়াশায় ঢেকে গিয়েছিলো গোটা শহর। আজ শহর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৬.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি কম ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৭.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। বাতাসে জলীয় বাষ্পে আদ্রতার পরিমান সর্বাধিক থাকবে ৯৪ শতাংশ ও সর্বনিম্ন থাকবে ৩০ শতাংশ।
উঃ বঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পঙ, উঃ দিনাজপুর, দঃ দিনাজপুর ও মালদায় আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের কোন সম্ভাবনা নেই বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ইভিএম নিউজ