Dr. C.V. Ananda Bose

ব্যুরো নিউজ,২০ আগস্ট: ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস সোমবার সন্ধ্যা বেলায় দিল্লিতে পৌঁছে গিয়েছেন। দিল্লি সফরের আগে তিনি রাজভবনে কয়েকজন মহিলা চিকিৎসকের সঙ্গে দেখা করে কথাবার্তা বলেন। সেখানে ওই মহিলা চিকিৎসকদের রাজ্যপাল আশ্বস্ত করেছেন, আরজিকর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনায় দোষীদের উপযুক্ত শাস্তি দেওয়া হবে।

বিভ্রান্তিকর অবস্থা তৃণমূলে!’মিডিয়া ম‍্যানেজমেন্ট’করবেন কারা?যা জানা গেল

দিল্লিতে রাজ‍্যপাল রিপোর্ট জমা দিতে পারেন:

আর রাজ্যপাল আনন্দ বোস দিল্লি উড়ে যেতেই তৃণমূল কংগ্রেসের সরকার ‘আতঙ্কিত’ বোধ করছেন, এমনটাই জানা যাচ্ছে তৃণমূল নেতা কুনাল ঘোষের মন্তব্যে। কুনাল বলেন, ‘তারা গোপন সূত্রে জানতে পেরেছেন বিজেপির উপর মহল থেকে রাজ্যপালের উপরে চাপ তৈরি করা হচ্ছে, যাতে রাজভবন নির্দিষ্ট সুপারিশ করে পাঠায়।’ কুনাল আরো দাবি করেছেন, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তৃণমূল ক্ষমতায় এসেছে। আর সেই তৃণমূল সরকারকেই রাজ্যপাল বিড়ম্বনায় ফেলার চেষ্টা করছেন কি না তা সকলের সামনে এসে তার বলা উচিত। শুধু কুনাল নন, তৃণমূলের আরেক মুখপাত্র সরাসরি বলেন, ‘এটা কি সত্যি? তৃতীয় দফায় নির্বাচিত সরকারকে বিরক্ত করতে বাংলায় রাষ্ট্রপতি শাসন (সংবিধানের ৩৫৬ ধারা) লাগু করার নোংরা ষড়যন্ত্র করছেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস।’

Rg Kar Update:”জলদি করো”তড়িঘড়ি সৎকার নির্যাতিতার দেহ,পুলিশের ভূমিকায় প্রশ্ন

একই সঙ্গে তৃণমূলের মুখপাত্ররা বলছেন, ‘উনি কি দিল্লিতে জেপি নাড্ডা এবং অমিত শাহের সঙ্গে দেখা করবেন? মাননীয় রাষ্ট্রপতির থেকে উনি কি সময় চেয়েছেন? যদি এই সংবাদ ভুয়ো হয় তাহলে সংবাদ মাধ্যমের সামনে রাজ্যপালের পরিষ্কার করে দেওয়া উচিত।’ প্রসঙ্গত: রাজ্যপাল সিভি আনন্দ বোস দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করতে পারেন বলে সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। সেখানে তিনি একটি রিপোর্ট জমা দিতে পারেন। যদিও সেই সময়সূচী এখনো ঠিক হয়নি। রাষ্ট্রপতি দ্রৌপদী মর্মুর সঙ্গেও দেখা করতে পারেন রাজ্যপাল, এমনটাই জানা যাচ্ছে। তবে রাজভবনের পক্ষ থেকে রাজ্যপালের কোনো কর্মসূচি নিয়ে কিছু জানানো হয়নি।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর