ব্যুরো নিউজ,১৭ মার্চ : কিছুদিন আগেই ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি জয় দলের গুরুত্বপূর্ণ সদস্য বিরাট কোহলি এখন আইপিএলের প্রস্তুতি শুরু করেছেন। পাকিস্তানের বিরুদ্ধে দুর্দান্ত শতরান হাঁকিয়ে নিজের ফর্মে ফিরে আসেন তিনি। ভারতের জার্সিতে প্রায় সব ট্রফি জয় করলেও আইপিএল ট্রফি জয় করেননি তিনি। এবার তাই বিরাট কোহলি আইপিএল ট্রফি জয়ের লক্ষ্যে প্রস্তুতি শুরু করে দিলেন।
আইপিএলে দেওয়া যাবে না, এই ধরনের বিজ্ঞাপন কেন্দ্রীয় শাস্ত্র মন্ত্রকে চিঠিতে হতাশ বিসিসিআই
চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর কোহলির চেহারায় একটি নতুন পরিবর্তন
বিরাটকে তীব্র অনুশীলন করতে দেখা গেছে আরসিবির ফ্যান পেজে একটি ভিডিও পোস্টের মাধ্যমে । আরসিবির জার্সিতে খেলছেন বিরাট ২০০৮ সাল থেকে , এবং দীর্ঘ সময় ধরে দলের অধিনায়কও ছিলেন। তবে আরসিবির ভাগ্যে এখনও আইপিএল ট্রফি আসেনি। এবারে কোহলি নতুন উদ্যমে আইপিএলের মাঠে নামতে প্রস্তুত, তবে সবার মনে প্রশ্ন, এবার কি কোহলি-আরসিবির হাতে আসবে সেই কাঙ্ক্ষিত ট্রফি?
আইপিএলে কড়া নিয়ম চালু করল বিসিসিআই, মানতে হবে ১৫টি নির্দেশিকা
চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী ভারতীয় দলের ব্যাটারদের মধ্যে কোহলি ছিলেন দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। ৫ ইনিংসে ২১৮ রান করেন, যার মধ্যে একটি দুর্দান্ত শতরানও ছিল পাকিস্তানের বিরুদ্ধে। সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৮৪ রান করে ম্যাচও জেতান তিনি। কোহলির এই ফর্মেটেই পারফরম্যান্স দেখে অনেকেই আশা করছেন, এবার আইপিএলে তিনি নতুন শক্তি নিয়ে ফিরবেন।আইপিএলে কোহলি ২৫২ ম্যাচে ৮০০৪ রান করেছেন, যা এই টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে বেশি। তার ঝুলিতে রয়েছে ৮টি শতরান এবং ৫৫টি অর্ধশতরান। গত আইপিএল মরশুমেও ৭৪১ রান করে অরেঞ্জ ক্যাপ জিতেছিলেন তিনি। যদিও টি-টোয়েন্টি বিশ্বকাপের পর একসময়ের এই ফর্মেট থেকে বিরতি নিয়েছিলেন, তবে ৭-৮ মাস পর আবার এই ফর্মেটে ফিরে আসছেন কোহলি।
রোদে রাখবেন না এই গাছগুলো, বাড়ির শোভাবর্ধক গাছের যত্নের টিপস
চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর কোহলি তার চেহারায় একটি নতুন পরিবর্তন এনেছেন। তার নতুন লুকের ছবি সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। অনেক ভক্তই আশা করছেন যে কোহলি এই নতুন লুকে আইপিএলে নতুন উদ্যমে ফিরবেন।এবার আইপিএলে আরসিবির অধিনায়ক হিসেবে দেখা যাবে রজত পাতিদারকে। গত কয়েক মরশুম ধরে আরসিবির অবিচ্ছেদ্য অংশ থাকা রজত এবার দলের নেতৃত্ব গ্রহণ করবেন, কারণ ফাফ ডু প্লেসি আরসিবি ছেড়েছেন। কোহলি ফের দলের অধিনায়কত্ব নেবেন কিনা, তা নিয়ে কৌতূহল ছিল, তবে শেষে তরুণ রজত পাতিদারকে অধিনায়ক করা হয়েছে।এবারের আইপিএলে কোহলি ও আরসিবির নতুন সম্ভাবনা এবং চমক অপেক্ষা করছে। তাদের পরবর্তী পারফরম্যান্স দেখতে ক্রিকেটপ্রেমীরা মুখিয়ে রয়েছেন!