vinish-phogat-apology-yogeshwar-dutta-comments

ব্যুরো নিউজ,২৫ সেপ্টেম্বর:ভিনেশ ফোগাটের অলিম্পিকে পদক হাতছাড়া হওয়ার ঘটনায় কুস্তিগির যোগেশ্বর দত্তের মন্তব্য যেন আগুনে ঘি ঢালার মতো। তার মতে, ভিনেশকে ডিসকোয়ালিফাই হওয়ার দায় গ্রহণ করতে হবে এবং গোটা দেশের কাছে ক্ষমা চাইতে হবে।  মাত্র ১০০ গ্রাম বাড়তি ওজনের কারণে ভিনেশ প্যারিস অলিম্পিকে ৫০ কেজি ফ্রিস্টাইল কুস্তির ফাইনালে অংশ নিতে পারেননি। রাতে ওজন কমানোর প্রচেষ্টা চলাকালীন তিনি ডিহাইড্রেশন হয়ে হাসপাতালে ভর্তি হন।

বন্যায় ‘মসিহা’ জেলা পুলিশঃঘাটালে প্রসূতি মায়েদের উদ্ধার

ভারতীয় ক্রীড়া মহলে ব্যাপক আলোড়ন

ভিনেশের ফাইনাল না খেলতে পারার ঘটনাটি নিয়ে ভারতীয় ক্রীড়া মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। রাজনৈতিক পরিস্থিতিও এর সঙ্গে জড়িয়ে পড়েছে। ভিনেশ বিজেপি সরকারের সমালোচনা করে কংগ্রেসে যোগ দিয়েছেন। এরই মধ্যে যোগেশ্বর দত্ত তার কড়া মন্তব্যে ভিনেশকে বিঁধেছেন।যোগেশ্বর দত্ত বলেন, “যে কোনো খেলায় ডিসকোয়ালিফাই হওয়ার ক্ষেত্রে অ্যাথলিটকেই দায় নিতে হয়। ভিনেশের ডিসকোয়ালিফাই হওয়ার দায়ও একান্তই তার। নিয়ম একেবারে স্পষ্ট, এক গ্রাম ওজন বেশি হলেই অংশগ্রহণ করতে দেওয়া হয় না। তাই ভিনেশের উচিত গোটা দেশের কাছে ক্ষমা চাওয়া।”

বসুশ্রী সিনেমা হলঃ ইতিহাসের সাক্ষী, কিন্তু ভবিষ্যৎ অনিশ্চিত

এদিকে, কিছুদিন আগে ভিনেশ ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট পিটি উষাকে নিয়ে অভিযোগ তুলেছিলেন। তার অভিযোগ, হাসপাতালে ভর্তি থাকার সময় পিটি উষা শুধু প্রচারের উদ্দেশ্যে তাকে দেখতে এসেছিলেন এবং ওই সময় উষার সঙ্গে তোলা একটি ছবি নেট দুনিয়ায় ছড়িয়ে দেওয়া হয়েছে। এমনকি, তিনি দাবি করেন যে আইওসি তাদের কোনো সহায়তা করেনি।এই পরিস্থিতিতে যোগেশ্বর দত্ত পাল্টা ভিনেশকে বিঁধে বলেন, “এসব ষড়যন্ত্রের তত্ত্ব খাঁড়া করা উচিত নয়।” ভিনেশের এই বক্তব্য এবং ঘটনার পরিপ্রেক্ষিতে যোগেশ্বরের এই মন্তব্য ক্রীড়াঙ্গনে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর