ব্যুরো নিউজ, ৮ নভেম্ববর :বাড়িতে তুলসি গাছ রাখা শাস্ত্রীয় মতে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তুলসি শুধু আয়ুর্বেদীয় গুণেই সমৃদ্ধ নয়, বরং এটি সৌভাগ্য ও সমৃদ্ধি আনার প্রতীক হিসেবেও পরিচিত। এই গাছ ঘরে থাকলে যেমন সুখ-সমৃদ্ধি বৃদ্ধি পায়, তেমনই পূজায় ব্যবহৃত হয় এর পাতা। তবে তুলসি গাছ বসানোর জায়গার ক্ষেত্রে কিছু নিয়ম আছে। ভুল স্থানে তুলসি রাখলে মিলতে পারে উল্টো ফল। বাস্তু মতে তুলসি গাছ কোথায়, কখন এবং কোন দিনে বসানো উচিত, তা জেনে নিন।
খাবার খাচ্ছেন বিছানায় বসে? সংসারে অমঙ্গল ডেকে আনছেন না তো আপনি
তুলসি গাছ রাখার সঠিক দিকটি জেনে নিন
শুক্রবার রাশি অনুযায়ী আপনার জন্য কি অপেক্ষা করছে? দেখুন জ্যোতিষ শাস্ত্রে
বাস্তু মতে তুলসি গাছ বসানোর সবচেয়ে শুভ দিক হল উত্তর। বাড়ি বা ফ্ল্যাটের উত্তর দিকে খোলা জায়গা থাকলে সেখানে তুলসি গাছ রাখতে পারেন। এছাড়া উত্তর-পূর্ব বা পূর্ব দিকেও তুলসি গাছ রাখা যেতে পারে। এই দিকগুলি শুভ বলে মনে করা হয়। ঘরে ইতিবাচক শক্তি আনে।
বুদ্ধমূর্তি বাড়ির কোন দিকে স্থাপন করছেন? সঠিক জায়গায় না রাখলে ঘটতে পারে অনর্থ
শাস্ত্র মতে তুলসি গাছ বসানোর জন্য কার্তিক মাসকে সবচেয়ে শুভ বলে ধরা হয়। এই মাসে তুলসি গাছ বাড়িতে স্থাপন করলে সুখ-সমৃদ্ধি বৃদ্ধি পায়। এছাড়া চৈত্র মাসে নবরাত্রির সময়েও তুলসি গাছ স্থাপন করলে তা শুভ ফল দেয়।
বাড়িতে তুলসি গাছ থাকলে মা লক্ষ্মী প্রসন্ন হন। বৃহস্পতিবার যেহেতু লক্ষ্মীর বার, তাই তুলসি গাছ বসানোর জন্য এই দিনটি খুব শুভ। আর্থিক বাধার সম্মুখীন হলে শনিবার তুলসি গাছ বসানোর পরামর্শ দেওয়া হয়। তবে একাদশী, রবিবার, সূর্য গ্রহণ এবং চন্দ্র গ্রহণের দিনে তুলসি গাছ বসানো একদম অনুচিত। এই দিনগুলিতে তুলসি গাছ স্থাপন করলে নাকি অশুভ ফল মেলে।