সিউড়ি হাসপাতালে ভাঙচুর

ব্যুরো নিউজ, ২৫ নভেম্বর : সুপ্রিম কোর্টের নির্দেশে হাসপাতালে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানোর পরেও ফের ঘটল ভাঙচুরের ঘটনা।সিউড়ি সদর হাসপাতালে শনিবার রাতে এক রোগীর মৃত্যুর পর তার পরিজনরা হাসপাতালের মেডিকেল ওয়ার্ডে ভাঙচুর চালায়। এটি চিকিৎসক এবং হাসপাতাল কর্মীদের মধ্যে নতুন করে আতঙ্ক সৃষ্টি করেছে।রোগীর আত্মীয়রা হাসপাতালের কম্পিউটার, ফোন এবং টেবিল ভেঙে ফেলেন। এই ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। তবে রবিবার বিকেল পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করেনি।

পণের জন্য স্ত্রীকে হত্যা চেষ্টার অভিযোগে গ্রেফতার স্বামী

মেডিকেল ওয়ার্ডে ভাঙচুর

ঘটনা ঘটেছে শুক্রবার ৭২ বছর বয়সী আদু বাগদি নামক এক রোগী সিউড়ি সদর হাসপাতালে ভর্তি হন। তাকে পেটে ব্যথা নিয়ে ভর্তি করা হয় এবং ইউএসজি ও ইসিজি রিপোর্টে বিভিন্ন সমস্যা ধরা পড়ে। হাসপাতাল কর্তৃপক্ষ আদুর পরিজনদের পরিস্থিতি সম্পর্কে অবগত করে এমনকি বর্ধমান মেডিক্যাল কলেজে রেফার করার পরামর্শও দেয়। কিন্তু আদুর পরিজনরা তাকে সিউড়ি হাসপাতালে রেখে চিকিৎসা চালানোর কথা বলেন।শনিবার বিকেলে আদু শৌচাগারে গিয়ে পড়ে যান এবং কিছুক্ষণ পরে তার মৃত্যু হয়। মৃত্যুর পর তার আত্মীয়রা হাসপাতালের ওয়ার্ডে উপস্থিত হয়ে বিষয়টি নিয়ে তর্ক শুরু করেন। কিছুক্ষণের মধ্যেই প্রায় ৩০ জনের একটি দল হাসপাতালের মেল মেডিকেল ওয়ার্ডে এসে ভাঙচুর শুরু করে। ঘটনাস্থলে উপস্থিত নার্সদের দাবি মৃত্যু নিয়ে তর্ক করার পরই ভাঙচুর শুরু হয়।

কলকাতার আবহাওয়ার পূর্বাভাসঃ দক্ষিণ বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ,শীতের আমেজ কি বাড়বে!

এই ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষ দ্রুত পুলিশে খবর দেয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ দুজনকে আটক করেছে তবে রবিবার বিকাল পর্যন্ত কোনো গ্রেফতার হয়নি। সিউড়ি সদর হাসপাতালে চলতি বছরে এটা চতুর্থবার ভাঙচুরের ঘটনা। পূর্বে ১৪ জুলাই, ১১ এপ্রিল ও ১৭ মার্চেও এমন ঘটনা ঘটেছিল। জেলা স্বাস্থ্য দফতর এর পেছনে গাফিলতি খতিয়ে দেখার কথা জানিয়েছে এবং ভবিষ্যতে পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর