ব্যুরো নিউজ,২৩ নভেম্বর:২০২৫ আইপিএল মেগা নিলামে (IPL Auction 2025) অংশগ্রহণকারী ক্রিকেটারদের তালিকা প্রকাশ করা হয়েছে। তারই মধ্যে একটি বিশেষ নাম উঠে এসেছে।সেই নামটি হল ১৩ বছর বয়সী বৈভব সূর্যবংশীর।এই তরুণ ব্যাটার বিহারের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক ঘটিয়েছেন, এবং এখন তিনি আইপিএল নিলামে অংশ নিতে চলেছেন।তবে, বৈভবের নিলামে অংশ নেওয়া নিয়ে সবচেয়ে বড় চমক হলো তার বয়স।আইপিএল নিলামে অংশ নেওয়া এই ক্রিকেটারের বয়স মাত্র ১৩ বছর। বৈভব সূর্যবংশী এই মুহূর্তে সবচেয়ে কম বয়সি। তার নাম এবারের নিলামে ৪৯১ নম্বর স্থানে রয়েছে, এবং তিনি আনক্যাপড ব্যাটারের তালিকায় রয়েছেন। নিলামের ৬৮ নম্বর সেটে তার নাম উঠবে।
আইপিএল ২০২৫ নিলামঃ শেষ মুহূর্তে নিজের নাম নথিভুক্ত করলেন জোফ্রা আর্চার
কে কোন দলে যোগ দিতে চলেছেন
বৈভব সূর্যবংশী সম্প্রতি ক্রিকেট জগতে আলোচনার বিষয় হয়ে উঠেছেন। এই বছরের শুরুতেই তিনি বিহারের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক ঘটান, এবং ১৩ বছর বয়সে ক্রিকেটে অভিষেক ছিল চমকে দেওয়ার মতো ঘটনা। এরপর, ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে অনূর্ধ্ব ১৯ ইয়ুথ টেস্ট সিরিজে তিনি তার দক্ষতার প্রমাণ দেন। সেপ্টেম্বর-অক্টোবর মাসে আয়োজিত এই সিরিজের প্রথম টেস্টে বৈভব সেঞ্চুরি হাঁকান, যা তার প্রতিভা এবং বয়সের তুলনায় ব্যতিক্রমী।তবে, প্রথম শ্রেণির ক্রিকেটে বৈভবের পরিসংখ্যান সেভাবে আশাপ্রদ নয়। মাত্র পাঁচটি ম্যাচে ১০ ইনিংসে তাঁর রান ছিল ১০০, সর্বোচ্চ ৪১ রানের ইনিংস ছিল। তবে আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলি শুধু পরিসংখ্যানের দিকে নজর না দিয়ে, তরুণ প্রতিভার দিকে নজর দিতে বেশি আগ্রহী। আর সেই কারণেই আইপিএল নিলামে বৈভবের নাম রাখা হয়েছে।এই মাসেই শুরু হতে যাচ্ছে অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপ, এবং বৈভব সূর্যবংশী ভারতীয় দলের অংশ। ৩০ নভেম্বর পাকিস্তানের বিরুদ্ধে ভারতের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে। সেখানে বৈভবের উপর বিশেষ নজর থাকবে, এবং হয়তো তার পারফরম্যান্স আইপিএল নিলামের দিকেও প্রভাব ফেলতে পারে।
কেএল রাহুলের আইপিএল ভবিষ্যতঃ লখনউ সুপার জায়ান্টস ছাড়ার পর কোন দলের সঙ্গে যুক্ত হবেন?
২৪ ও ২৫ নভেম্বর সৌদি আরবের জেড্ডায় অনুষ্ঠিত হবে আইপিএল ২০২৫-এর মেগা নিলাম। এই নিলামে মোট ৫৭৪ জন ক্রিকেটারের নাম রয়েছে, যার মধ্যে ৩৬৬ জন ভারতীয় এবং ২০৮ জন বিদেশি ক্রিকেটার। বিদেশিদের মধ্যে ১২ জন আনক্যাপড ক্রিকেটারও রয়েছেন। আর ভারতীয়দের মধ্যে ৩১৮ জন আনক্যাপড, যারা এখনও আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটাননি। যেমন, মহেন্দ্র সিংহ ধোনিও এবারের নিলামে আনক্যাপড ক্রিকেটার হিসেবে নাম তুলছেন।এবার দেখে নিতে হবে, বৈভব সূর্যবংশী সহ তরুণ ক্রিকেটারদের মধ্যে কে কোন দলে যোগ দিতে চলেছেন এবং আইপিএল ২০২৫-এর মঞ্চে কিভাবে পারফর্ম করবেন তারা।