বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু

ব্যুরো নিউজ, ৩০ নভেম্বর : কলকাতায় প্রতি বছর হাজারো মানুষের উপস্থিতিতে উদযাপিত হয় উরস উৎসব। যা নানা ধরনের ট্রাফিক নিয়ন্ত্রণের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয়। এই বছরও উরস উৎসবের কারণে বিশেষভাবে ট্রাফিক চলাচল কিছু সময়ের জন্য বন্ধ রাখা হবে। ১ ডিসেম্বর সন্ধ্যা থেকে ২ ডিসেম্বর সকাল পর্যন্ত বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু। এর ফলে রবিবার সন্ধ্যা ৭টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত এই সেতুর ওপর যান চলাচল বন্ধ থাকবে।

দার্জিলিং-এর  চিড়িয়াখানায় এসেছে নতুন অতিথি, জেনে নিন কোন অতিথি ?

প্রধান রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হবে

কলকাতা ট্রাফিক পুলিশের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে বিদ্যাসাগর সেতু ছাড়াও বেশ কিছু গুরুত্বপূর্ণ রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। এই সময় সেন্ট জর্জ গেট রোড ধরে দক্ষিণের দিকে যাওয়ার রাস্তা বন্ধ রাখা হবে। এছাড়া খিদিরপুর রোড ধরে হেস্টিংস ক্রসিংয়ের দিকে যাওয়ার রাস্তা বন্ধ থাকবে। পশ্চিমগামী গাড়িগুলোকে খিদিরপুর রোড ধরে হেস্টিংস ক্রসিংয়ের দিকে যেতে দেওয়া হবে না। সিজিআর রোড বরাবর পূর্বগামী গাড়িগুলোকে সত্য ডাক্তার রোড ক্রসিং থেকে ঘুরিয়ে দেওয়া হবে।

হাওড়া থেকে বাতিল একাধিক লোকাল ও এক্সপ্রেস ট্রেন, যাত্রীদের দুর্ভোগ

উরস উৎসবে অংশগ্রহণ করতে পায়ে হেঁটে ওই সব রাস্তা ব্যবহার করা যাবে। ট্রাফিক পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে গুরুত্বপূর্ণ রাস্তাগুলো বন্ধ থাকায় যানচলাচলে চাপ বাড়বে তবে যান চলাচল নিয়ন্ত্রণের জন্য পর্যাপ্ত ট্রাফিক পুলিশ মোতায়েন থাকবে।একাধিক প্রধান রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হবে। যাতে উরস উৎসব নির্বিঘ্নে চলতে পারে এবং শহরের স্বাভাবিক কার্যক্রম বিঘ্নিত না হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর