ব্যুরো নিউজ ১২ নভেম্বর : অনলাইনে খাবার অর্ডার বাতিল করায় অনেক সময়ই নষ্ট হয়ে যায় সেই খাবার। তবে এবার এ সমস্যা সমাধানে নতুন উদ্যোগ নিয়েছে ফুড ডেলিভারি অ্যাপ জোম্যাটো। এবার বাতিল হওয়া খাবার আর নষ্ট হবে না; পৌঁছে যাবে নতুন গ্রাহকের কাছে।
অতিরিক্ত টাকা খরচ করতে হবে না
জোম্যাটোর ‘ফুড রেসকিউ’ ফিচারের মাধ্যমে প্রথম গ্রাহকের অর্ডার বাতিল হওয়ার পর সেই খাবারটি কাছাকাছি থাকা গ্রাহকদের কাছে অফার হিসেবে চলে যাবে। আশেপাশের কেউ চাইলে সেই খাবার সহজেই এক ক্লিকেই কিনতে পারবেন। এ ক্ষেত্রে কেবল সরকারি ট্যাক্স ছাড়া কোনও অতিরিক্ত খরচ গুণতে হবে না।
নতুন গ্রাহক অনলাইনে পেমেন্ট করলে সেই তথ্য চলে যাবে প্রথম গ্রাহক ও রেস্তোরাঁর কাছে। এছাড়া, রেস্তোরাঁ ও ডেলিভারি পার্টনারদেরও দেওয়া হবে ক্ষতিপূরণ। তবে আইসক্রিম বা শেকের মতো পণ্যের ক্ষেত্রে এই সুবিধা প্রযোজ্য হবে না।