উল্টোডাঙায় ভয়াবহ অগ্নিকাণ্ড

ব্যুরো নিউজ, ২৪ নভেম্বর : রবিবার সকালেই উল্টোডাঙার কৃষ্ণ পল্লীতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। রেললাইনের ধারে থাকা ঝুপড়িতে আগুন লাগে। এতে প্রায় ১০-১২টি ঝুপড়ি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায় এবং বেশ কিছু বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। যদিও ঘটনায় কোনও হতাহতের খবর মেলেনি।

অ্যালোভেরা গাছ ঘরে রাখুন। বাড়িতে সৌভাগ্য এবং সমৃদ্ধি আনবে

এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে

সকাল ৭টা নাগাদ হঠাৎ আগুন দেখতে পান তারা। মুহূর্তেই চারদিকে ধোঁয়া ছড়িয়ে পড়ে। বাসিন্দারা নিজেরাই প্রাথমিকভাবে আগুন নেভানোর চেষ্টা শুরু করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ৬টি ইঞ্জিন। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ফায়ার পকেটগুলো পুরোপুরি নেভানোর কাজ তখনও চলছিল।আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। তবে আগুন লাগার ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। বাসিন্দাদের মতে, দমকল কর্মীরা সঠিক সময়ে না পৌঁছলে আগুন আরও ছড়িয়ে পড়তে পারত। ঘটনাস্থলে গিয়ে দমকল মন্ত্রী সুজিত বসু বলেন ‘আগুন এখন নিয়ন্ত্রণে। ক্ষতিগ্রস্তদের সাহায্যের বিষয়টি দেখা হবে।’

ঘরে পাখি ঢোকা  শুভ নাকি অশুভ? জানুন

সাম্প্রতিক সময়ে শহরের বিভিন্ন বসতিতে ঘন ঘন আগুন লাগার ঘটনা উদ্বেগ বাড়িয়েছে। এর আগে ইএম বাইপাসের ধারে কালিকাপুর, ভবানীপুর এবং অন্যান্য জায়গায় এমন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেও নিরাপত্তা বাড়ানোর নির্দেশ দিয়েছিলেন। তবু একই ঘটনা বারবার ঘটায় নিরাপত্তা ব্যবস্থার কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠছে।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর