কারখানায়

ব্যুরো নিউজ, ২৮ অক্টোবর :গুজরাটের আহমেদাবাদের নারোল ইন্ডাস্ট্রিয়াল এলাকায় এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটে রবিবার সকালে। একটি বস্ত্র কারখানায় স্পেন্ট অ্যাসিড স্থানান্তর চলাকালীন বিষাক্ত গ্যাস লিক হয়ে যায়। আর সেই গ্যাস ছড়িয়ে পড়তেই গুরুতর অসুস্থ হয়ে পড়েন শ্রমিকরা। মুহূর্তের মধ্যে বিষাক্ত গ্যাস নাকে প্রবেশ করায় অনেকেই মাটিতে লুটিয়ে পড়েন। ঘটনাস্থলেই গুরুতর অবস্থায় পড়ে থাকা ৯ জন শ্রমিককে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারান দুই শ্রমিক, এবং বর্তমানে গুরুতর অসুস্থ আরও সাতজনের মধ্যে চারজনের অবস্থা সংকটজনক হওয়ায় তাদের আইসিইউ-তে রাখা হয়েছে।

উত্তরপাড়ায় গঙ্গায় স্নান করতে গিয়ে মৃত্যুএক বৃদ্ধের

ডেপুটি কমিশনার কি জানলেন

উপনির্বাচনকে তৃণমূল গুরুত্ব দিচ্ছে কেন !

ডেপুটি কমিশনার রবি মোহন সাইনি জানান, কারখানায় অ্যাসিড স্থানান্তরের সময়ই এই বিপত্তি ঘটে। এই অ্যাসিড মূলত প্রিন্ট ও ডাই করার জন্য ব্যবহৃত হয়। তবে স্থানান্তরের সময় সামান্য অসাবধানতা থেকেই বিষাক্ত গ্যাস নির্গত হয়ে পুরো কারখানায় ছড়িয়ে পড়ে। শ্রমিকরা ক্ষণিকের মধ্যেই গ্যাসের প্রভাবে অসুস্থ হয়ে পড়েন। দুর্ঘটনার পর প্রশাসন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। বর্তমানে পুরো ঘটনার তদন্ত করা হচ্ছে।

উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগে সুপ্রিম কোর্টের স্বীকৃতিঃ খারিজ হল মামলা

এমন একটি ভয়াবহ দুর্ঘটনা এলাকার মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি করেছে। প্রশাসন এই ধরনের কারখানাগুলিতে সুরক্ষা বিধি কঠোরভাবে মেনে চলার ওপর জোর দিচ্ছে। কর্তৃপক্ষ জানিয়েছে এই দুর্ঘটনার ফলে সুরক্ষা ব্যবস্থায় ত্রুটি ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর