ব্যুরো নিউজ,২৯ আগস্ট:আরজি করের ৯ ই আগস্ট এক চিকিৎসকে ধর্ষণ করে খুনের প্রতিবাদে গোটা রাজ্য। এই পরিস্থিতি যেন অনেকেই মেনে নিতে পারছেন না। আর এই ঘটনাকে কেন্দ্র করে সবর হয়েছে গোটা টলিপাড়া। গত মঙ্গলবার ছাত্র সমাজের ডাকের এই ঘটনার প্রতিবাদে নবান্ন ঘেরাও অভিযান চালিয়েছিল জনগণ।২৭ ই আগস্টের শহরের এই পরিস্থিতিটাকে মেনে নিতে পারছেন না টলিউড অভিনেত্রী অপরাজিতা আঢ্য।
CV Anand Bose: জাতীয় পতাকার অবমাননা করেছে রাজ্য সরকার
বিস্ফোরণ অপরাজিতা
একই দিনে ত্রিফলা অভিযানের ঘোষণা শুভেন্দু অধিকারীর
গত মঙ্গলবার নবান্ন ঘেরাও করে অভিযান চালিয়েছিল আরজি কর কাণ্ডের প্রতিবাদে। আর এই প্রতিবাদের মিছিলে এক ভয়ঙ্কর দৃশ্য দেখেছেন সবাই। প্রশাসনের তরফে আন্দোলনকারীদের আটকানোর জন্য টিয়ার গ্যাস , জলকামান, লাঠিচার্জ করা হয়। আর জি কর কাণ্ডের এই প্রতিবাদ আটকাতে রাস্তায় নামানো হয়েছিল পুলিশ বাহিনীকে। আজ আর তার বুধবার ১২ ঘণ্টার বন্ধ রেখেছেন বিজেপি সরকার।টলিউডের বেশ কিছু তারকারা ‘ছাত্র সমাজে’ নবান্ন অভিযানকে নিয়ে সমালোচনা করেছেন। আর তার মধ্যে একজন অন্যতম টলিউড অভিনেত্রী অপরাজিতাও।
আরো একটি নিম্নচাপের সৃষ্টি বঙ্গোপসাগরে। দক্ষিণবঙ্গে হলুদ সতর্কতা জারি
সোশ্যাল মিডিয়ায় অপরাজিতা আঢ্য একটি পোস্টে লিখেছেন,ছাত্র সমাজের ডাক মানে শিক্ষার ডাক, শিক্ষিতের ডাক, আলোর ডাক ভিতরে অন্ধকার মুছে ফেলার আলোর উম্মাচনের ডাক, সমাজকে সচেতন করে শীত ঘুম ভাঙ্গানোর ডাক। এই ডাক দেয় নতুন যৌবনের দূতকে। তিনি এটা বিশ্বাস করেন যে তারা বুক পাততে জানেন কিন্তু পুলিশকে ঢিল ছুড়তে পারেনা। আরো লিখেন যে যারা ঢিল ছুড়ে তারা কখনোই ছাত্র সমাজ হতে পারে না।
রাজ্যসভায় ম্যাজিক ফিগার ১১৯ স্পর্শ করল এনডিএ
যারা সত্যিই ছাত্র সমাজ এবং যারা সেই সমাজের প্রতি মূর্তিদের কলঙ্কিত করছে। অপরাজিতা আঢ্য বলেন আমরা জানি এই বক্তব্যের বিপক্ষে যুক্তি দেওয়ার লোক প্রচুর আছে কিন্তু আমরা গণতান্ত্রিক সমাজে বাস করি আমাদের নিজের মত প্রকাশের স্বাধীনতা রয়েছে। মনুষ্যত্বের অপমান এই ধরনের আচরণ। আরও জল ঘোলা হচ্ছে এই আরজি কর কাণ্ডের প্রতিবাদ নিয়ে। আমরা সবাই ন্যায় বিচারের আশায় রয়েছি। ইতিমধ্যেই আজ বুধবার ১২ ঘণ্টার বন্ধ ডাক দিয়েছেন বিজেপি সরকার।