ব্যুরো নিউজ,২৯ আগস্ট: কোন প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই রাজ্যসভায় বিজয়ী হলেন এনডিএ জোটের মোট ১১ জন প্রার্থী। গত মঙ্গলবার বিজেপির ৯ জন প্রার্থী ছাড়াও সংসদের উচ্চকক্ষে কোন প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই জয় পেয়েছেন ২ এনডিএ শরিক এনসিপি এবং রাষ্ট্রীয় লোকমঞ্চের দুই প্রার্থী। এবং তার ফলেই লোকসভার মতো রাজ্য সভাতে ম্যাজিক ফিগার স্পর্শ করল এনডিএ।
একই দিনে ত্রিফলা অভিযানের ঘোষণা শুভেন্দু অধিকারীর
রাজ্য সভায় ম্যাজিক ফিগার ১১৯
বিনা প্রতিদ্বন্দ্বিতায় একজন কংগ্রেস প্রার্থীও জয়ী হয়েছেন। রাজ্যসভায় বিজেপির মোট সদস্য সংখ্যা হল ৯৬ এবং এন ডি এর সদস্য সংখ্যা হল ১১২। সব মিলিয়ে এনডিএ জোটের শক্তি রাজ্য সভায় ম্যাজিক ফিগার ১১৯ ছুঁয়ে দিল। অপরদিকে সংসদের উচ্চকক্ষে বিরোধী সদস্য সংখ্যা বেড়ে হল ৮৫। রাজ্যসভার আসন সংখ্যা হল ২৪৫।
উচ্চ প্রাথমিকে ১৪ হাজার নিয়োগের জট কাটল
বর্তমানে অবশ্য ৮ টি আসন ফাঁকা রয়ে গিয়েছে। তাদের মধ্যে চারটি আসন জম্মু ও কাশ্মীরের এবং বাকি চারটি মনোনীত সদস্যের সদস্যদের জন্য সংরক্ষিত। অর্থাৎ বর্তমানে রাজ্যসভার মোট আসন সংখ্যা ২৩৭ এবং তার কারণে বর্তমান ম্যাজিক ফিগার ১১৯, যেটাকে স্পর্শ করল এনডিএ।