ব্যুরো নিউজ, ২ জুলাই: ২০২১ সালে সামাজিক মাধ্যমে প্রাক্তন আমলা লক্ষ্মী পুরী ও তাঁর স্বামী কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরীর বিরুদ্ধে অভিযোগ করেন তৃণমূল সাংসদ সাকেত গোখলে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সাকেত গোখলে দাবি করেন, লক্ষ্মী পুরীর সুইৎজারল্যান্ডে আয় বহির্ভূত সম্পত্তি রয়েছে। ঘটনায় সাকেত গোখেলের বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে মানহানির মামলা করেন লক্ষ্মী পুরী।
মুখ্যমন্ত্রীর থেকে পুলিশের দায়িত্ব কেড়ে নিয়ে রাজ্যে ৩৫৫ ধারা জারির দাবি শুভেন্দুর
ঘটনায় লক্ষ্মী পুরী দাবি করেন সাকেত গোখেলের অভিযোগ ভিত্তিহীন। সমাজে তাঁর নামে মিথ্যা অপবাদ ছড়ানোর চেষ্টা করা হয়েছে। এতে তাঁর মানহানি হয়েছে। ঘটনায় সাকেত গোখলের কাছে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেন লক্ষ্মী পুরী। তাঁর বিরুদ্ধে মিথ্যা টুইট ডিলিট করার জন্য আদালতের কাছে আবেদন জানান। এছারাও তাঁর দাবি, রাষ্ট্রসংঘের বাণিজ্য সংক্রান্ত সম্মেলনে ভারত সরকার তাঁকে মোতায়েন করে। সেই কারনেই তিনি সুইৎজারল্যান্ডে ছিলেন।
কংগ্রেসের মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান চন্দ্রবাবু, নেপথ্যে কী কারন?
একইসঙ্গে লক্ষ্মী পুরীর আইনজীবী বলেন, লক্ষ্মী পুরী কোনও জনপ্রতিনিধি নন। ফলে তাঁর সম্মতি ছাড়া তাঁর ব্যক্তিগত লেনদেন খতিয়ে দেখা যেতে পারে না। এই বিষয়ে আদালত জানিয়েছিল, একজন সরকারি কর্মীর আয়ের উৎস নিয়ে মন্তব্য করার অধিকার রয়েছে নাগরিকের। তবে তা নিয়ে প্রকাশ্যে বলার আগে ওই ব্যক্তি কিংবা প্রশাসনের কাছ থেকে ব্যাখ্যা নিতে হবে।
পরীক্ষা না দিয়েই UPSC পাশ? ওম বিড়লার কন্যাকে নিয়ে তোলপাড় নেটদুনিয়া! সত্যিটা কী?
এছাড়াও এদিন দিল্লী হাইকোর্টের বিচারপতি অনুপ জয়রাম ভম্ভানির বেঞ্চ মামলা চলাকালীন জয়রাম ভম্ভানির বেঞ্চ সাকেত গোখলেকে ৫০ লক্ষ টাকা জরিমানা দেওয়ার নির্দেশ দেয়। পাশাপাশি এক্স হ্যান্ডলে ক্ষমা প্রার্থনা মূলক পোস্ট করার নির্দেশ দেন। পোস্টটি অন্তত ৬ মাস রাখতে হবে বলে নির্দেশ দেয় আদালত।