শর্মিলা চন্দ্র, ৩০ মার্চ: লোকসভা নির্বাচনের পাশপাশি বরানগর বিধানসভা কেন্দ্রে হবে উপনির্বাচন। ওই কেন্দ্রে লড়াই হবে সজল ঘোষ বনাম সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিজেপি প্রার্থী সজল ঘোষের যে হাড্ডাহাড্ডি লড়াই হবে তা বলার অপেক্ষা রাখে না।
ভোটের লড়াই রাজনীতির মধ্যে সীমাবদ্ধ রাখার আবেদন সজল ঘোষের
মরণোত্তর ভারতরত্ন প্রদান করলেন রাষ্ট্রপতি
যদিও প্রতিদ্বন্দ্বীকে নিয়ে একেবারেই চিন্তিত নন বিজেপি প্রার্থী সজল ঘোষ। তৃণমূল প্রার্থী হিসেবে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের নাম ঘোষণার পর এক ভিডিয়ো বার্তায় বিজেপি প্রার্থী সজল ঘোষ বলেন, আমাদের লড়াই কোনও অভিনেত্রীর বিরুদ্ধে নয়, আমাদের লড়াই দলনেত্রীর বিরুদ্ধে। মুখ্যমন্ত্রী নিজেই বলেছেন একটাই মুখ বাকি সব মুখোশ। তাই কে অভিনেত্রীর মুখোশে আসবেন, কে ডাক্তারের মুখোশে আসবেন, কে তৃণমূলের মুখোশে আসবেন, কে কাউন্সিলরের মুখোশে আসবেন, এতে আমাদের কোনও সমস্যা নেই। আবারও বলছি আমাদের লড়াই কোনও ব্যক্তির বিরুদ্ধে নয়, সরকারের বিরুদ্ধে।
পাশাপাশি তিনি সায়ন্তিকার কাছে আবেদন জানান, আপনি আমার বোনের মতো হবেন, আমি আবেদন করব, লড়াইটা রাজনৈতিক হবে। মানুষ উপভোগ করবে। রাজনৈতিক তরজা হবে, রাজনৈতিক বিতর্ক হবে, কিন্তু সেই লড়াই যেন রাজনীতিতে সীমাবদ্ধ থাকে, সেই লড়াই রাজনীতির সীমানা পেরিয়ে যেন রক্তক্ষয়ী যুদ্ধে পরিণত না হয় সেদিকে নজর রাখবেন। একদিকে তাপমত্রার যেমন ক্রমশ চড়ছে, তেমনই নির্বাচন যত এগোচ্ছে, ততই রাজনৈতিক উত্তেজনারও পারদ চড়ছে। বরানগর বিধানসভা কেন্দ্র এখন কার দখলে যায় সেটাই এখন দেখার।