tirupati-temple-prasadam-controversy

ব্যুরো নিউজ,১৯ সেপ্টেম্বর :অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ও তেলুগু দেশম পার্টির (টিডিপি) প্রধান চন্দ্রবাবু নায়ডু সম্প্রতি একটি বিতর্কিত অভিযোগ তুলে বলেছেন, তিরুপতি বেঙ্কটেশ্বর মন্দিরের প্রসাদী লাড্ডুতে ‘বিশুদ্ধ’ ঘিয়ের পরিবর্তে পশুর চর্বি মেশানো হচ্ছে। বুধবার অমরাবতীতে এনডিএ (বিজেপি, টিডিপি এবং অভিনেতা পবন কল্যাণের জনসেনা পার্টি) বিধায়কদের বৈঠকে তিনি বলেন, ‘’ওয়াইএসআর কংগ্রেস সরকারের আমলে তিরুপতির মন্দিরের প্রসাদী লাড্ডু নিম্ন মানের উপকরণ দিয়ে তৈরি করা হচ্ছিল। এমনকি, ঘিয়ের বদলে পশুর চর্বিও ব্যবহার করা হচ্ছিল।’

সালভাতোর স্কিলাচ্চির অবদান: বিশ্বকাপের কিংবদন্তি

অভিযোগ চন্দ্রবাবু

সন্দীপ ঘোষ কে নিয়ে কি বললেন জিতু কমল? অভিনয়ের পাশাপাশি লেখনীর জন্যও সুনাম

তিরুপতি মন্দিরের প্রসাদ হিসাবে পরিচিত ‘শ্রীভরি লাড্ডু’ সারা বিশ্বের ভক্তদের কাছে পাঠানোর ব্যবস্থা করে ‘তিরুমালা তিরুপতি দেবস্থানম’ (টিটিডি) কর্তৃপক্ষ। গত জানুয়ারিতে অযোধ্যার রামমন্দিরের উদ্বোধনে এই লাড্ডু বিশেষ প্রসাদ হিসেবে উপস্থাপন করা হয়েছিল।

চন্দ্রবাবুর অভিযোগের পাশাপাশি তার পুত্র তথা অন্ধ্রের তথ্যপ্রযুক্তি মন্ত্রীও এ বিষয়ে মন্তব্য করেছেন। তিনি লিখেছেন, ‘তিরুমালার ভগবান ভেঙ্কটেশ্বর স্বামী মন্দির আমাদের সবচেয়ে পবিত্র স্থান। আমি জানার পর হতবাক হয়েছি যে, ওয়াইএসআর জগন্মোহন রেড্ডির প্রশাসন তিরুপতি প্রসাদে ঘিয়ের পরিবর্তে পশুর চর্বি ব্যবহার করেছে।’

পশ্চিম মেদিনীপুরে বন্যার ভয়াবহতা: মুখ্যমন্ত্রীর সমালোচনা

এই অভিযোগের পর ওয়াইএসআর কংগ্রেস দলের তরফে কড়া প্রতিক্রিয়া জানানো হয়েছে। দলের সাংসদ সুব্বা রেড্ডি বলেছেন, ‘চন্দ্রবাবু নায়ডু নোংরা রাজনীতি করছেন এবং তিনি ভগবান ভেঙ্কটেশ্বর স্বামীর কোটি কোটি ভক্তের ভাবাবেগে আঘাত করেছেন।’

এখন দেখা যাক, এই বিতর্কের ফলে রাজনীতির চেহারা কীভাবে পরিবর্তিত হয় এবং ভক্তদের প্রতিক্রিয়া কেমন হয়। এই বিষয়টি নিশ্চিতভাবে অন্ধ্রপ্রদেশের রাজনৈতিক আবহাওয়ায় একটি বড়সড় পরিবর্তন আনতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর