ব্যুরো নিউজ,১৪ আগস্ট: আমারা সকলেই জবা ফুলের সাথে পরিচিত। বিশেষ দেবদেবীর পূজার ক্ষেত্রে এই জবা ফুলের ব্যবহার করা হয়ে থাকে।এছাড়াও জবা ফুল চুলের জন্য বিশেষ উপকারী।দৈহিক শক্তি বৃদ্ধি করে ,বয়সের ছপ দূর করতে,হজমশক্তি বাড়াতে,শরীরে জলের পরিমাণ নিয়ন্ত্রণে এই জবা ফুল বিশেষ কার্যকরী। আর এই জবা ফুলের একটি বিশেষ গুন জানলে আপনি অবাক হবেন।
RG Kar update: গোটা রাজ্যজুড়ে আজ মধ্যরাতে মহিলা জমায়েতের ডাক।
জবা ফুলে বিশেষত্ব
আপনার ভুলের জন্য রাশি রাশি চুল পড়ছে ? তাহলে এক্ষুনি সতর্ক হন
বিশেষ প্রক্রিয়ায় জবা ফুলের পাপড়িকে চায়ের উপকরণ হিসেবে ব্যবহার করছে। কারণ বিশেষজ্ঞরা মনে করছে, এই জবা ফুলের পাপড়িতে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট, ভিটামিন সি ও মিনারেল রয়েছে। ক্যান্সারের ঝুঁকি কমাতে , হজম শক্তি বৃদ্ধিতে, এই চা কার্যকারী।
মাত্র ২ দিনে মুখে জেল্লা বাড়াতে চান? তাহলে দইয়ের সাথে এইটি মিশিয়ে মুখে লাগান
জবা ফুলের চা সামান্য টক। আর এই চা নিয়মিত পান করলে শরীর সুস্থ থাকবে, তার সাথে বাড়বে ত্বকের জেল্লা। যাদের লো প্রেসার রয়েছে তারা প্রতিদিন যদি এই চা পান করেলে তা বিশেষ কার্যকরী হবে।