ব্যুরো নিউজ, ২১ জানুয়ারি :কুলতলির গুড়গুড়িয়া গ্রামে শীতের রাতে এক অবিশ্বাস্য ঘটনা ঘটে গেল। শনিবার রাতেই এক বাঘ এসে পড়েছিল বাড়ির উঠোনে, যা দেখে আতঙ্কিত হয়ে পড়ে বাড়ির সদস্যরা। সঠিক সময়ে ব্যবস্থা না নিলে বড় ধরনের বিপদ ঘটে যেতে পারতো। তবে সবার ভাগ্য ভালো, তাঁরা অল্পের জন্য রক্ষা পেয়েছেন।
প্রেসিডেন্সি জেলে অসুস্থ পার্থ চট্টোপাধ্যায়, চিকিৎসার জন্য এসএসকেমে ভর্তি
বাঘের পায়ের ছাপ?
ঘটনাটি ঘটেছে কুলতলি ব্লকের গুড়গুড়িয়া-ভুবনেশ্বরী গ্রাম পঞ্চায়েতের গুড়গুড়িয়া গ্রামে। শীতের রাত, চারদিক নিঝুম এবং শান্ত। বাড়ির লোকেরা একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিল। তারা জানতেন যে সকালেই কাজ শুরু করতে হবে। রাত সাড়ে আটটা নাগাদ, বাড়ির বধূ দেবিকা কিছু অস্বাভাবিক আওয়াজ শোনেন। প্রথমে তিনি মনে করেন, বাড়ির বারান্দার জলের বালতিটি পড়ে গেছে। কিন্তু তারপরেই তিনি আরও একটি আওয়াজ শোনেন, যা ছিল বাঘের গর্জন। এটাই ছিল ভয়ংকর মুহূর্ত, যখন বাঘ তাদের বাড়ির উঠোনে চলে আসে।ঘরের ভেতরে আতঙ্কিত হয়ে পরিবারের সদস্যরা লাঠি নিয়ে প্রস্তুত হয়ে ওঠেন। জন্মেজয় গিরি লাঠি এবং টর্চ নিয়ে ছাদে উঠে যান। সেখানে দাঁড়িয়ে তিনি দেখতে পান, বাঘটি এক লাফে বাড়ির উঠোন থেকে চলে যাচ্ছে। সেই মুহূর্তে বাঘটি চলে যায় কাছাকাছি নদীর চরের দিকে। পরিবারের লোকেরা দ্রুত বনদফতরে খবর দেন এবং তাদের কাছে সাহায্য চেয়ে পাঠান।
অভিনেতা সৌরভ দাসের জন্মদিনে আবেগঘন মুহূর্ত, সুশান্ত সিং রাজপুতকে উৎসর্গ করেও কেক কাটলেন অভিনেতা
বনদফতর দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং বাঘের পায়ের ছাপও খুঁজে পায়। এরপর তারা বাজি পটকা ফাটিয়ে বাঘকে তাড়ানোর চেষ্টা করেন। প্রাথমিক ধারণা অনুযায়ী, বাঘটি মাকড়ি নদী পার হয়ে জঙ্গলে পালিয়ে গিয়েছে। তবে ওই রাতের ঘটনা একেবারে এক ভীতিকর মুহূর্ত সৃষ্টি করেছিল এবং পরিবারের সদস্যরা যে কোনো সময় বিপদে পড়তে পারতেন, তা বুঝতে পারছিলেন না।