অভিনেতা সৌরভ দাসের জন্মদিনে আবেগঘন মুহূর্ত

ব্যুরো নিউজ, ২১ জানুয়ারি :টলিউড অভিনেতা সৌরভ দাস মঙ্গলবার তাঁর ৩৬তম জন্মদিন পালন করলেন। তবে এই জন্মদিন শুধু সৌরভের নয়, প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতেরও জন্মবার্ষিকী ছিল। সেই উপলক্ষে, সৌরভের বিশেষ সিদ্ধান্ত ছিল জন্মদিনে নিজের জন্য কেক কাটার পাশাপাশি সুশান্তের জন্যও কেক কাটবেন। আর ঠিক এভাবেই, সৌরভ এবং তাঁর স্ত্রী দর্শনা বণিক মাঝরাতে কেক কেটে সুশান্তকে শ্রদ্ধা জানালেন।

আবার কি শীত কমবে পশ্চিমবঙ্গে? কি বলছে আবহাওয়া দফতর?

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল

ভিডিয়োটি প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় এবং অনুরাগীরা আবেগময় হয়ে পড়েন। সৌরভের ইচ্ছা ছিল, সুশান্তের স্মরণে এদিন একটি কেক কাটবেন, যেহেতু তাঁদের জন্মদিন একদিনই। সৌরভের জন্মদিনের উদযাপনের ভিডিওতে দেখা যায়, তিনি এবং দর্শনা সাদামাটা পোশাকে ছিলেন। সৌরভ পরেছিলেন একটি হাফ প্যান্ট এবং ঢিলেঢালা শার্ট, মাথায় টুপি ছিল। দর্শনা ছিলেন রাতের পোশাকে, এবং একটি সোয়েটার পরেছিলেন।ভিডিয়োর শুরুতেই সৌরভ মোমবাতিতে ফুঁ দিয়ে তার জন্মদিনের কেক কাটেন, এবং দর্শনা ‘হ্যাপি বার্থ ডে’ গান গাইছিলেন। এরপর সুশান্ত সিং রাজপুতের জন্য আনা কেকের মোমবাতিতে ফুঁ দিয়ে সৌরভ বলেন, ‘সুশান্তের জন্য একটা ফুঁ, আর আমার জন্য একটা ফুঁ’। তারপরেই দর্শনা বলেন, ‘এটা সুশান্ত সিং রাজপুতের জন্য, কারণ তাঁরা একে অপরের জন্মদিন শেয়ার করেন।’ এরপর দর্শনা উপরের দিকে তাকিয়ে বলেন, ‘সুশান্ত, আমরা আপনাকে ভালোবাসি’।

নীরজ চোপড়ার আচমকা বিয়েঃ কীভাবে জানলেন অনুরাগীরা? কেন এত তাড়াতাড়ি বিয়ে করলেন? কিভাবে আলাপ?

ভিডিয়োটি দেখে অনেক অনুরাগীই আবেগে ভেসে গিয়েছেন। তাঁরা সৌরভকে শুভেচ্ছা জানিয়ে বিভিন্ন মন্তব্য করেছেন। একজন অনুরাগী মন্তব্য করেন, ‘খুব ভালো উদ্যোগ’। অন্য একজন লেখেন, ‘হ্যাপি বার্থ ডে টু দ্য লাভলি ম্যান।’ এছাড়া অনেকে সৌরভকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে তাঁর অভিনয়েরও প্রশংসা করেছেন। এদিনের এই আবেগঘন মুহূর্ত সোশ্যাল মিডিয়াতে হিট হয়ে যায় এবং অনুরাগীরা সৌরভের প্রতি তাদের ভালোবাসা প্রকাশ করেছেন। এই ভিন্নধর্মী জন্মদিনের উদযাপন সৌরভ ও দর্শনার সম্পর্কের গভীরতা এবং সুশান্তের প্রতি তাদের শ্রদ্ধা ও ভালোবাসার পরিচায়ক হয়ে ওঠে।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর