ব্যুরো নিউজ, ২৬ মার্চ: দিল্লীর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেপ্তারির পর থেকেই বিক্ষোভ- প্রতিবাদে নেমেছে আপ। ভোটের আগে প্রতিহিংসামূলক রাজনীতি করছে গেরুয়া শিবির। সেই অভিযোগ তুলেই ক্রমশ আন্দোলনের ঝাঁঝ বাড়াচ্ছে আম আদমি পার্টি। এবার কেজরিওয়ালের গ্রেপ্তারির প্রতিবাদে প্রধানমন্ত্রীর বাসভবনে ঘেরাও কর্মসূচি আপেদের।
দোল খেলার পর নদীতে স্নান করতে নামতেই ঘটল বিপত্তি! মৃত একাধিক
বিজেপি সন্দেশখালির আন্দোলনের মুখকে নিয়ে যেতে মরিয়া লোকসভায়! কে হল আন্দোলনের মুখ?
মঙ্গলবার প্রধানমন্ত্রীর বাসভবন ঘেরাও কর্মসূচি নিয়েছে আপেরা। আর তার জেরেই আটোসাটো নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। দিল্লীর সড়কেও নিরাপত্তা জোরদার করা হয়েছে। এমনকি কড়া নিরাপত্তা প্রধানমন্ত্রীর বাসভবন এলাকাতেও। আজ সকাল থেকেই জমায়েত হতে শুরু করে আপ কর্মী সমর্থকেরা। সেই আন্দোলন বিক্ষভে উপস্থিত হয়েছেন মহিলারাও। ঘটনায় বন্ধ করা হয়েছে দিল্লি বেশ কয়েকটি মেট্রো স্টেশনের গেট। লোক কল্যাণ মার্গ মেট্রো স্টেশন, প্যাটেল চক মেট্রো স্টেশন, সেন্ট্রাল সেক্রেটারিয়েট মেট্রো স্টেশনের গেটও বন্ধ করা হয়েছে।