After playing Holi, many people died after bathing in the river

পুস্পিতা বড়াল, ২৬ মার্চ: দোল খেলার পর দুপুরে স্নান করতে নদীতে নেমেই ঘটল বিপত্তি। মোট ৭ জন তলিয়ে গেল কালনা, খড়দহ ও বাঁকুড়ায়। তাঁদের মধ্যে মৃত ৪। নদীবক্ষে তল্লাশি চলছে বাকি তিনজনের খোঁজে। এলাকায় শোকের ছায়া পৃথক এই ঘটনায়।

বাজারে পা রাখতে চলেছে বিশ্বের প্রথম সিএনজি বাইক! কবে লঞ্চ হবে ভারতে?

এলাকায় শোকের ছায়া পৃথক এই ঘটনায়

Advertisement of Hill 2 Ocean

স্বাভাবিকভাবেই রঙের উৎসবে সোমবার সকালে রাজ্যের সব প্রান্তের মানুষ মেতে ওঠেন। বর্ধমানের কালনার জিউধারা এলাকায় রঙ খেলা শেষে দুই ভাই নামেন একটি দিঘিতে স্নান করতে। ভাবতেও পারেননি তাঁদের অপেক্ষায় কত বড় বিপদ রয়েছে। দুজনই তলিয়ে যান স্নান করতে নেমে। এরপর স্থানীয়রা ওই যুবকদের উদ্ধার করে। কালনা হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁদের উদ্ধার করে। কিন্তু নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন।

কবে-কোথায় অনুষ্ঠিত হবে এবারের আইপিএলের ফাইনাল? প্রকাশ্যে এল যাবতীয় তথ্যসূচি!

এদিকে উত্তর ২৪ পরগনার খড়দহের আগরপাড়ার আশ্রমঘাটের গঙ্গায় এদিন দুপুরে দোল খেলার পর স্নান করতে গিয়েছিল চারজন। হঠাৎ তাদের মধ্যে তিনজন তলিয়ে যায় বান চলে আসায়। একজনকে উদ্ধার করা গেলেও হদিশ মেলেনি বাকি তিনজনের। অপরদিকে, বন্ধুদের সঙ্গে রঙ খেলার পর স্নান করতে গিয়ে বাঁকুড়ার দুজনের মৃত্যু হল দামোদরের জলে ডুবে। মৃতরা সম্পর্কে দুই ভাই, সোনু কুমার ও সানি কুমার।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর