ব্যুরো নিউজ, ২৬ ফেব্রুয়ারি: কলকাতায় ১৮৭৩ সালের ২৪ ফেব্রুয়ারি প্রথম ট্রাম চলাচল শুরু হয়। কলকাতার ঐতিহ্য বলে পরিচিত ট্রাম। আগে এই ট্রামের রুট সংখ্যা ছিল ২০ টি। আর এখন সেই রুট সংখ্যা কমতে কমতে দাঁড়িয়েছে ২ টি তে। এখন শুধুমাত্র টালিগঞ্জ-বালিগঞ্জ ও গড়িয়াহাট-এসপ্লানেড রুটেই চলছে ট্রাম পরিষেবা।
দীর্ঘতম কেবল ব্রিজ ‘সুদর্শন সেতু’র উদ্বোধন করলেন মোদী
কিছুদিন আগে এর অস্তিত্ব নিয়ে প্রশ্ন উঠেছিলো। ট্রাম বন্ধ নিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলো পুলিশ ও প্রশাসন। আবার সেই ট্রামকে বাঁচানোর জন্য কলকাতা হাইকোর্টের কাছে আর্জি জানিয়েছিল একাধিক সংগঠন। আদালত রায় দিয়েছিল, ট্রামকে বাঁচাতে গেলে কোন কোন পদক্ষেপ নেওয়া যেতে পারে তা খতিয়ে দেখতে।
ট্রামের জন্মশতবার্ষিকী উদযাপন
গতকাল ট্রামের ১৫১ তম বর্ষপূর্তি উপলক্ষে গড়িয়াহাট থেকে এসপ্লানেড পর্যন্ত বিশেষ ট্রাম যাত্রার আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক সঞ্জয় মুখোপাধ্যায়, চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষ, গায়ক সুরজিৎ চট্টোপাধ্যায় ও নাট্য ব্যক্তিত্ব রুদ্রপ্রসাদ সেনগুপ্ত সহ আরও অনেকে।
এদিন শহরের রাস্তা থেকে ট্রাম তুলে দেওয়ার বিরোধিতা করতে দেখা যায় সকলকে। ইভিএম নিউজ